দলীয় শৃঙ্খলা ভঙ্গ: ড্যাবের আট চিকিৎসক ও ফতুল্লা বিএনপির এক নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং বিএনপির নীতি, আদর্শ ও সংহতির পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) আট সদস্যসহ নারায়ণগঞ্জের এক নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত চিকিৎসকরা হলেন—ডা. খায়রুল ইসলাম, ডা. রফিকুল কবির লাবু, ডা. মো. ফারুক হোসেন, ডা. মাহবুব আরেফীন রেজানুর রঞ্জু, ডা. এম এ কামাল, ডা. সাজিদ, ডা. শাওন ও ডা. রাকিব।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লিখিত চিকিৎসকদের ড্যাব, বিএনপি কিংবা দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো স্তরে সম্পৃক্ত রাখা যাবে না। তাদেরকে ভবিষ্যতে কোনো সংগঠন অন্তর্ভুক্ত করলে সেই সংগঠনের দায়িত্বশীলদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
১৯৯৩ সালে বিএনপি ঘনিষ্ঠ চিকিৎসকদের সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে ড্যাব।
একই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা বিএনপির সদস্য লুৎফর রহমান খোকাকেও বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
আপনার মতামত লিখুন