দাবি না মানলে জবি খোলা হবে না: শিক্ষক সমিতির হুঁশিয়ারি
ডেস্ক নিউজ
প্রকাশ: ১৫ মে, ২০২৫, ৯:২২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় শাটডাউনের ঘোষণা দিয়েছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দিন। বৃহস্পতিবার কাকরাইলে চলমান আন্দোলনে অংশ নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার পর তিনি এ ঘোষণা দেন।
অধ্যাপক ড. রইস উদ্দিন বলেন, “আমরা এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ন্যায্য অধিকার আদায়ের জন্য এসেছি। আমাদের ওপর পুলিশ যে নির্বিচার হামলা চালিয়েছে, তা সম্পূর্ণ অন্যায় ও অরাজকতা। আমরা কোনো ষড়যন্ত্র করতে আসিনি, কাউকে হেয় করতে আসিনি। আমাদের একটাই লক্ষ্য—দাবি আদায়।”
তিনি বলেন, “দাবি আদায় না করে আমরা ঘরে ফিরব না। এখন থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষা ও পরীক্ষা কার্যক্রম চলবে না। পুরো ক্যাম্পাস শাটডাউন থাকবে যতদিন না পর্যন্ত শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হয়।”
আপনার মতামত লিখুন