ফেনীতে দৈনিক আমার কাগজ পত্রিকার ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আব্দুল্লাহ আল মামুন, ফেনী :
প্রকাশ: ৮ জুলাই, ২০২৫, ৬:৪৩
ফেনীতে দৈনিক আমার কাগজ পত্রিকার ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দৈনিক আমার কাগজ পত্রিকার ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী ফেনীতে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের ডাক্তার সাজ্জাদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম।

দৈনিক ফেনীর সময় সম্পাদক শাহাদাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি জেলা প্রশাসক মো.সাইফুল ইসলাম বলেন, বলেন, আমার কাগজ পত্রিকাটি একটি সুনামধন্য পত্রিকা। গণতন্ত্র ও স্বাধীন সাংবাদিকতা একে অপরের পরিপূরক। সংবাদপত্রের পুরো প্রক্রিয়াটা চেক ও ব্যালেন্সের মতো। সংবাদপত্রের মাধ্যমে যতবেশি মানুষ সঠিক তথ্য পাবে ততবেশি ভুল বোঝাবুঝির অবসান হবে। জনগণ ও রাস্ট্রীয় প্রতিষ্ঠানের মধ্যে সংবাদপত্র সেতুর মতো কাজ করে। এই পত্রিকার মাধ্যম দেশ ও সরকারের সম্ভাবনাময় খবর প্রকাশ করেন। তিনি বলেন, আমি কখনও দেখিনি এ পত্রিকাতে দেশের সুনাম নষ্ট হয় ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন নিউজ ছাপাতে। পত্রিকাটিতে সবসময় ইতিবাচক ও বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরেন। এছাড়া তিনি তার বক্তব্যে আমার কাগজ পত্রিকার আরো সমৃদ্ধি কামনা করেন।

বিশেষ অতিথি হিসেবে ফেনীর জেলা সিভিল সার্জন মোহাম্মদ রুবাইয়াত বিন করিম,বলেন গণতন্ত্র হলো একটি প্রক্রিয়া, গণতন্ত্র হলো প্রকাশের অধিকার,ও তথ্য পাবার অধিকার, সাংবাদিকতা হোক স্বাধীন নীরব ও জনগণের অধিকার নিশ্চিত করা হোক সাংবাদিকদের মাধ্যম, আমার কাগজ পত্রিকার উত্তরোত্তর সফলতা কামনা করি। কাগজ পত্রিকাটি ফেনীর নানা সমস্যার কথা ও সম্ভাবনার কথা তুলে ধরে।

বিশেষ অতিথি স্থানীয় সরকারের উপ পরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মোঃ বাতেন বলেন। বাংলাদেশের স্বাধীনতার ছিল গণতন্ত্র সেই গণতন্ত্রের ধারাবাহিকতায় জুলাই আগস্ট এর যেই বিপ্লব হয়েছিল,গণতন্ত্রকে সুসংগঠিত করা ও মানুষের বাক স্বাধীনতাকে পুনরুদ্ধার করা। প্রকৃতপক্ষে গণমাধ্যম গণতন্ত্রের একটি শক্তি। গণমাধ্যমের দাঁড়ায় গণতন্ত্র সুসংগঠিত হয়।পরিশেষে আমার কাগজ পত্রিকা এদেশের জনগণের কথা বলবে।

ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, বাংলার জমিনে সর্বশেষ ফেসিস্ট যিনি তারও বিচার হবে,বাংলাদেশ যাচ্ছে ওই পথে, শেখ হাসিনা বাংলাদেশ টাকে লুটেপুটে খেয়ে চলে গেছে,এই দুনিয়াতে সম্পূর্ণতা নিয়ে কোন রাষ্ট্র আসেনি, কোন ব্যক্তিও আসেনি,আমরা এতদিন জেনেছি ভারত পাকিস্তান খুবই শক্তিশালী কিন্তু তারা মাস যুদ্ধ চালিয়ে যেতে পারেনি, ভারত এবং পাকিস্তান যুদ্ধ করার মত তাদের কোন সক্ষমতা নেই, আমরা চাই সকলের অংশগ্রহণে একটি সুস্থ নিরাপদ নিরপেক্ষ নির্বাচন হোক।

ফেনী জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক গাজী হাবিবুল্লাহ মানিক বলেন, আমার কাগজের সম্পাদক ফজলুল হক ভূঁইয়া রানা ভাই বাড়ি ফেনী ওনাকে অনেক আগ থেকে আমি চিনি, তিনি আমাদের সকলের প্রিয় ব্যক্তি রানা ভাই সচিবালয় থেকে শুরু করে এদেশের জনগণের জন্য নিঃস্বার্থে কাজ করেন। আজকে দৈনিক আমার কাগজের ২৩ বছর বর্ষপূর্তিতে পত্রিকার উত্তরোত্তর সফলতা কামনা করি। আজকে আমি অনুষ্ঠানে দাঁড়িয়ে জুলাই বিপ্লবের যারা নিহত হয়েছেন, সকলের মাগফেরাত কামনা করি ও যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করি। শেখ হাসিনার আমলে কেও স্বাধীন সাংবাদিকতা করতে পারেনি,কাউকে টাকা দিয়ে কিনে ফেলা হয়েছে কাউকে ধমক দিয়ে দমন করা হয়েছে, এরকমই হয়েছে, হাসিনার কথার বাইরে গেলে পৌরনীতি হতো সাগর রনির মত। তখন নামে ছিল সাংবাদিকতা কিন্তু লেখার মত কেউ ছিলনা।

পত্রিকাটির ফেনী প্রতিনিধি আলাউদ্দিনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম ছিদ্দিকী, জেলা জামাতের আমির মুফতি আব্দুল হান্নান, জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক আ.ন.ম আবদুর রহিম, জেলা তথ্য অফিসার এস এম আল আমিন,দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি এ.কে.এম আবদুর রহিম,আরটিভি’র জেলা প্রতিনিধি আজাদ মালদার, জেলা হেফাজতের সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শুকদেব নাথ তপন, সাপ্তাহিক আনন্দ তারকা সম্পাদক মামুন,স্টার লাইন গ্রুপের পরিচালক মো. মাইন উদ্দিন,ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার মানিক, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি সমির উদ্দিন ভূঁঞা, নিউজ নেক্সট জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন ও সভাপতি সালাহউদ্দিন মামুন। জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মজুমদার রশিদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোঃ জুয়েল ,আরো উপস্থিত ছিলেন,বৈশাখী টিভির ফেনী প্রতিনিধি রাজন দেবনাথ,আমার সংবাদের জেলা প্রতিনিধি মিজানুর রহমান।