দোয়ারাবাজারে বিদেশি মদসহ কারবারি আটক

সুনামগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: ২৫ জুলাই, ২০২৫, ১:৩৬
দোয়ারাবাজারে বিদেশি মদসহ কারবারি আটক

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৪০ বোতল বিদেশি মদসহ আব্দুল আহাদ (৪৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার নরসিংপুর ইউনিয়নের তেরাপুর গ্রামের মৃত গেদা মিয়া ওরফে মদরিছ আলীর ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত পৌনে ৮টার দিকে বিশেষ অভিযান চালিয়ে মাঝেরগাঁও হেলিপ্যাড সংলগ্ন নাইন্দার হাওড়গামী কাঁচা রাস্তার প্রবেশমুখ থেকে মাদক কারবারি আব্দুল আহাদকে আটক করা হয়। এ সময় তার সহযোগী জাহাঙ্গীর আলম একটি অ্যান্ড্রয়েড ফোন ও দুটি কালো পলিথিনের ব্যাগে রক্ষিত ৪০ বোতল অফিসার্স চয়েস মদ ফেলে দৌড়ে পালিয়ে যায়। তিনি উপজেলা সদরের মাঝেরগাঁও গ্রামের মৃত রজব আলীর ছেলে।

ওসি জাহিদুল হকের দিকনির্দেশনায় সঙ্গীয় ফোর্সসহ অভিযানে নেতৃত্ব দেন এসআই মোহন রায় ও এএসআই আশরাফ আলী খন।

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক জানান, আটককৃত মালামাল জব্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।