নওগাঁ সীমান্তে বিএসএফের পুশ-ইন: ১০ নারী-পুরুষ আটক বিজিবির

সিয়াম সাদিক, উত্তরাঞ্চল ব্যুরো :
প্রকাশ: ৩১ জুলাই, ২০২৫, ৭:৫১
নওগাঁ সীমান্তে বিএসএফের পুশ-ইন: ১০ নারী-পুরুষ আটক বিজিবির

নওগাঁর ধামইরহাট সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১০ নারী-পুরুষকে বাংলাদেশে পুশ-ইন করেছে। পরে তাদের পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) সদস্যরা আটক করেন।

৩১ জুলাই (বৃহস্পতিবার) ভোররাতে উপজেলার আগ্রাদ্বিগুন সীমান্তের ২৫৬/৭-এস নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি’র আগ্রাদ্বিগুন বিওপির টহল দল তাদের আটক করে। টহলদলের নেতৃত্বে ছিলেন জেসিও সুবেদার জিহাদ আলী।

আটকদের মধ্যে রয়েছেন—নড়াইল, কিশোরগঞ্জ, পটুয়াখালী, ঢাকা, যশোর ও দিনাজপুর জেলার নারী-পুরুষ। তারা হলেন: আছমা বেগম (৪০), খাদিজা বেগম (৩৪), পাখি বেগম (২৪), রুমা বেগম (২৫), কাকলি আক্তার (২৭), রুজিনা আক্তার (৩৩), কোহিনুর বেগম (২৬), নাসরিন বেগম (৩৩), মঞ্জুরুল ইসলাম (৩৬) ও সুমন হোসেন (২৭)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, বিভিন্ন সময়ে তারা সীমান্ত পেরিয়ে ভারতে যান। দুইজন পুরুষ রাজমিস্ত্রির কাজ ও আটজন নারী গৃহকর্মীর কাজে ভারতের বোম্বাই (মুম্বাই) শহরে অবস্থান করছিলেন। সেখান থেকে তাদের আটক করে ভারতীয় পুলিশ (সিআইডি)। পরে ২৯ জুলাই ভারতের হরিবংশীপুর বিএসএফ ক্যাম্পের কাছে তাদের হস্তান্তর করা হয় এবং বৃহস্পতিবার ভোররাতে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করে বিএসএফ।

আটকদের ধামইরহাট থানায় হস্তান্তরের পর স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের প্রাথমিক চিকিৎসা ও শারীরিক পরীক্ষা করা হয়।

এ বিষয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর জানান, বিজিবি’র মাধ্যমে আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।