নজরুলের সাহিত্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শিক্ষা দেয়: ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্যকর্ম থেকে শিক্ষা গ্রহণের ওপর গুরুত্বারোপ করে বলেন, “নজরুলের সাহিত্যে আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, সাম্য, শান্তি এবং অটুট ঐক্যের চিরন্তন বার্তা পাই।” তিনি আরও বলেন, “জাতীয় কবির সাহিত্য আমাদের শেখায় কীভাবে সব পরিস্থিতিতে মাথা উঁচু করে দাঁড়াতে হয়, এবং মানবতার পক্ষে অবিচল থাকতে হয়।”
রবিবার (২৫ মে) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধি প্রাঙ্গণে আয়োজিত এক স্মরণসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী। বাংলা একাডেমির মহাপরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আজম ‘চব্বিশের গণ অভ্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার’ শীর্ষক স্মারক বক্তৃতা প্রদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিরাজুল ইসলাম (সিরাজ সালেকীন)। এছাড়া সংগীত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা নজরুল সংগীত পরিবেশন করে অনুষ্ঠানে প্রাণের সঞ্চার করেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান নজরুলকে সাম্যের কবি, বিদ্রোহের কবি, প্রেমের কবি, শান্তির কবি ও সব্যসাচী প্রতিভার অধিকারী হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, “নজরুলকে যথাযথভাবে অনুধাবন করতে হলে, প্রথমেই নিজেকে একজন সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।” জাতীয় কবির বহুমাত্রিক জীবনদর্শন যুগে যুগে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নতুন কয়েকটি হল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, এবং জাতীয় কবির অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর নামে একটি হলের নামকরণ করার বিষয়টি আন্তরিকভাবে বিবেচনায় রাখা হয়েছে।
এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে। সকালে উপাচার্যের নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অপরাজেয় বাংলার পাদদেশে সমবেত হন। সেখান থেকে শোভাযাত্রাসহকারে নজরুলের সমাধিতে গমন, পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠের মাধ্যমে দিনটির সূচনা হয়।
আপনার মতামত লিখুন