নাজিরপুরে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের দাবিতে বিএনপির সমাবেশ

পিরোজপুরের নাজিরপুর উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের ৯টি ওয়ার্ডে বিএনপির কমিটি কাউন্সিলের মাধ্যমে গঠনের দাবিতে স্থানীয় নেতাকর্মীরা এক সমাবেশ করেছেন।
বুধবার (৩০ জুলাই) বিকেল ৫টায় শাঁখারীকাঠী ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক ইউনিয়ন বিএনপি সভাপতি মো. জাকির হোসেন খান। সঞ্চালনায় ছিলেন সাবেক সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম লিটন।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খান, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মো. হিরুয়ার রহমান মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম টুকু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রিয়াজ উদ্দিন ফরাজী, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. মিল্টন মাঝি প্রমুখ।
বক্তারা বলেন, ‘নাজিরপুরে কোনো পকেট কমিটি আমরা মানবো না। উপজেলার ৪১টি ওয়ার্ডেই কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করতে হবে।’
এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে আন্দোলনের মাধ্যমে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন তারা।
আপনার মতামত লিখুন