নাজিরপুরে লোহার পুল নয়, যেন মরণ ফাঁদ

সাইফুল্লাহ সুমন, নাজিরপুর:
প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২৫, ১২:১৭
নাজিরপুরে লোহার পুল নয়, যেন মরণ ফাঁদ

পিরোজপুরের নাজিরপুর উপজেলার দেউলবাড়ী দোবড়া ইউনিয়নের মনোহরপুর বাজার সংলগ্ন খালের ওপর নির্মিত লোহার পুলটি এখন যেন এলাকাবাসীর জন্য এক মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন প্রায় ১১ হাজার মানুষ এই জরাজীর্ণ পুল দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৩ বছর আগে মনোহরপুর খালের ওপর নির্মিত হয়েছিল পুলটি। লোহার স্তম্ভের ওপর সিমেন্টের পাটাতন দিয়ে তৈরি এ পুল দীর্ঘদিন সংস্কারের অভাবে এখন চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। বর্তমানে পুলটির এক-তৃতীয়াংশেরও বেশি অংশে পাটাতন নেই, আর বাকি অংশে থাকা পাটাতনও ভেঙে ভেঙে গেছে।

পুলটির দক্ষিণ পাশে রয়েছে ১১১নং উত্তর গাওখালী আমভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং উত্তর গাওখালী আমভিটা নিম্ন বালিকা মাধ্যমিক বিদ্যালয়। উত্তর পাশে রয়েছে মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয় ও মনোহরপুর মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসা। পাশাপাশি পুলের পূর্ব পাড়ে রয়েছে ঐতিহ্যবাহী মনোহরপুর বাজার। ফলে প্রতিদিন হাজারো শিক্ষার্থী ও সাধারণ মানুষ বাধ্য হয়ে এই ঝুঁকিপূর্ণ পুল দিয়েই চলাচল করছেন।

স্থানীয় বাসিন্দা হাফেজ মোহাম্মদ আব্দুল বারী বলেন, লোহার পুলটি ভেঙে যাওয়ার কারণে হেঁটে পার হওয়াও এখন কষ্টকর। ছেলে-মেয়েরা স্কুলে যাওয়ার পথে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনার শিকার হচ্ছে। আমাদের চলাচলের একমাত্র ভরসা এই পুল, তাই দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণের দাবি জানাচ্ছি।

স্থানীয় ইউপি সদস্য শাহিন আকন জানান,

    পিলার ক্ষতিগ্রস্ত হয়ে পুলটি একদিকে হেলে পড়েছে। দুর্বল অবস্থায় পড়ায় এলাকাবাসী পাটাতনের কিছু অংশ সরিয়ে ফেলেছে। ফলে পুল দিয়ে চলাচলে তীব্র দুর্ভোগ পোহাতে হচ্ছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে দেউলবাড়ী দোবড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম (বাবুল) বলেন, “প্রায় ২৫০ ফুট দীর্ঘ লোহার পুলটি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট দফতরে প্রস্তাবনা পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।”

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে পুলটির বেহাল অবস্থার কথা জানানো হলেও এখনো কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত সংস্কার না হলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে বলে তারা জানিয়েছেন।