নাজিরপুরে সরকারি প্রকল্পের নামে খাল থেকে বালু উত্তোলন

By নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি : 

2 Min Read

পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৩ নম্বর দেউলবাড়ী দোবড়া ইউনিয়নের বিভিন্ন খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত রয়েছে। অভিযোগ রয়েছে, সরকারি রাস্তা সংস্কারের প্রকল্পের নাম ব্যবহার করে এই বালু উত্তোলন চলছে দিনের পর দিন। স্থানীয় জনপ্রতিনিধিরাই এই কাজে প্রত্যক্ষভাবে জড়িত বলে অভিযোগ।

স্থানীয়রা জানান, এলাকায় সরকারি বিভিন্ন প্রকল্পের আওতায় রাস্তা সংস্কার ও জমি ভরাটের নামে খাল থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু তোলা হচ্ছে। বাধা দিলেও কোনও লাভ হয় না। সংশ্লিষ্ট চক্রটি স্থানীয়দের বোঝায়, সরকারি রাস্তার কাজ চলছে, এতে কোনো সমস্যা নেই।

জানা গেছে, ইউনিয়নের (১, ২, ৩) সংরক্ষিত নারী আসনের সদস্য সুনিতি সুতার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে টিআর (ত্রাণ) প্রকল্পের অধীনে দুটি রাস্তার সংস্কারের জন্য ১ লাখ ৭৯ হাজার টাকার বরাদ্দ পান। প্রকল্প অনুযায়ী মাটি দিয়ে রাস্তা ভরাট করার কথা থাকলেও তিনি খাল থেকে অবৈধভাবে বালু তুলে রাস্তা নির্মাণ করেন।

এই অভিযোগের ভিত্তিতে গত ২৩ এপ্রিল (বুধবার) দুপুর ৩টা ৩০ মিনিটে দেউলবাড়ী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রিপন হালদার ঘটনাস্থলে অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন বালু উত্তোলনের সময় জব্দ করেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।

মুঠোফোনে কথা হলে মেম্বার সুনিতি সুতার স্বীকার করেন, “ভাই, আমি এই প্রকল্পের সভাপতি। খাল থেকে বালু তুলে কাজ করা আমার ভুল হয়েছে। তবে আমি একা করিনি। সাইফুল ইসলাম মেম্বার আর নিখিল মল্লিক মেম্বারও করেছেন। আমরা তিন ভাগে ভাগ করে রাস্তার কাজ করেছি।”

তথ্য অনুযায়ী, সাইফুল ইসলাম প্রথম ভাগ, নিখিল মল্লিক দ্বিতীয় এবং সুনিতি সুতার শেষ ভাগের কাজ করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাশ বলেন, “খাল থেকে বালু তুলে রাস্তা ভরাট করা সম্পূর্ণ বেআইনি। বরাদ্দকৃত টাকা দিয়ে মাটি দিয়ে রাস্তা তৈরি করার নিয়ম রয়েছে। খাল থেকে বালু তুলে কেউ যদি রাস্তা নির্মাণ করে, তাহলে সেটা পুরোপুরি অবৈধভাবে করেছে।”

এদিকে নাজিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদকে একাধিকবার ফোন করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

স্থানীয়রা বলছেন, সরকারি প্রকল্পের নামে খাল খননের নামে এই ধরনের বালু উত্তোলন পরিবেশের জন্য ক্ষতিকর এবং এটি একটি সুসংগঠিত দুর্নীতির অংশ। প্রশাসনের কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে এ ধরনের অপতৎপরতা আরও বিস্তৃত হতে পারে।

- Advertisement -
newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *