নাটোরে গলা কেটে ব্যবসায়ীকে হত্যা

নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে লালপুর-গোপালপুর আঞ্চলিক সড়কে নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুলের পাশে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতের নাম সাইদুর রহমান (৩৫)। তিনি কুষ্টিয়ার ভেড়ামাড়া উপজেলার বামনগ্রামের বাসিন্দা আলতাফ হোসেনের ছেলে। পেশায় ছিলেন ব্যবসায়ী।
লালপুর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ওই এলাকায় কয়েকজন দুর্বৃত্তের সঙ্গে এক যুবকের ধস্তাধস্তি হয়। কিছুক্ষণ পর চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে রাস্তার পাশে এক যুবককে গলা কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন।
পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে এবং নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুমিনুজ্জামান জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে—সাইদুর রহমানকে গাড়ি থেকে নামিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
মরদেহটি বর্তমানে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে। হত্যার পেছনে কারা জড়িত এবং এর মোটিভ কী—তা উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
আপনার মতামত লিখুন