নাফনদে আরাকান আর্মির গুলিতে দুই জেলে আহত, তিনজন অপহৃত

জাফর আলম, কক্সবাজার:
প্রকাশ: ১২ মে, ২০২৫, ৩:৩০
নাফনদে আরাকান আর্মির গুলিতে দুই জেলে আহত, তিনজন অপহৃত

কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফনদে মাছ ধরতে গেলে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির গুলিতে দুই বাংলাদেশি জেলে আহত হয়েছেন এবং তিনজনকে অস্ত্রের মুখে ধরে নিয়ে গেছে সংগঠনটি। সোমবার (১২ মে) টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা ও সাবরাং সীমান্তে এ ঘটনা ঘটে।

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন— হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদার লামারপাড়ার বাসিন্দা সিদ্দিক হোসেন (২৬), রবিউল আলম (২৭) ও মাহমুদ হোসেন (৩০)। স্থানীয়দের বরাতে হ্নীলা ইউপি সদস্য নুরুল হুদা জানান, দুপুরে নাফনদে মাছ ধরার সময় আরাকান আর্মির সদস্যরা গুলি ছুড়ে এবং পরে অস্ত্রের মুখে তাদের ধরে নিয়ে যায়। ঘটনার সময় আশপাশে থাকা অন্যান্য জেলেরা পালিয়ে আসেন।

অন্যদিকে, একই দিন দুপুরে সাবরাং সীমান্তের নাফনদে মাছ ধরতে গেলে আরও দুই জেলে গুলিবিদ্ধ হন। তারা হলেন— শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার হেদায়েত উল্লাহ (১৭) ও মো. হোসেন (১৬)। গুলিবিদ্ধ অবস্থায় তারা বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত হেদায়েত উল্লাহর ভাই আবদুর রহিম জানান, মাছ ধরতে গিয়ে তার ভাই আরাকান আর্মির গুলিতে আহত হন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, জেলেদের গুলিবিদ্ধ ও ধরে নিয়ে যাওয়ার ঘটনার তথ্য পেয়েছি। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

এই ঘটনায় সীমান্ত এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং জেলেদের পরিবারগুলো চরম উদ্বেগের মধ্যে রয়েছে।