নিউইয়র্কে শাকিব-বুবলী রোমান্টিক ছবিতে মাতলো সোশ্যাল মিডিয়া

ঢালিউডের জনপ্রিয় তারকা শাকিব খান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। গেলো মাসে তিনি দেশ ছাড়েন, আর এরপরই শোনা যায়, পুত্র শেহজাদ খান বীরকে নিয়ে তার মা ও অভিনেত্রী শবনম বুবলীও যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। যদিও তাঁদের যাত্রার সময় প্রকাশ্যে আনেননি কেউই। অবশেষে আজ নিউইয়র্ক থেকে একসঙ্গে দেখা গেলো তাদের—রীতিমতো রোমান্টিক মুডে।
শবনম বুবলী আজ (৩১ জুলাই) নিউইয়র্ক থেকে একযোগে ১১টি ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। মুহূর্তেই সেগুলো ভাইরাল হয়ে পড়ে। ছবিগুলোতে স্পষ্ট, সন্তান শেহজাদকে নিয়ে সময়টা বেশ আনন্দে কাটাচ্ছেন শাকিব ও বুবলী।
একটি ছবিতে দেখা যাচ্ছে, সবুজ ঘাসে বুবলীর হাত ধরে হেঁটে চলেছেন শাকিব। অন্য এক ছবিতে বুবলীকে জড়িয়ে ধরে দূরে কিছু দেখিয়ে দিচ্ছেন ঢালিউডের এই সুপারস্টার। আরও একটি ছবিতে দেখা যায়, একে অপরের খুব কাছাকাছি তারা—রোমান্টিক আবহ স্পষ্ট।
এই ছবিগুলো প্রকাশের পর সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা। বেশিরভাগ নেটিজেন তাঁদের প্রশংসায় ভাসাচ্ছেন। কেউ লিখেছেন, “দারুণ জুটি।” তবে কেউ কেউ কৌতূহলী হয়ে বলছেন, “এবার কী করবেন অপু বিশ্বাস?”
উল্লেখ্য, প্রায় দুই বছর আগে শাকিব খান তার বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র সফর করেছিলেন। সেবার নিউইয়র্ক, নায়াগ্রা সহ বিভিন্ন শহরে ঘুরে বেড়িয়েছিলেন তারা। তখন শাকিব জানিয়েছিলেন, ছেলের মনে যেন সুন্দর স্মৃতি থাকে, সে কারণেই এই ভ্রমণ। একইসঙ্গে জানিয়েছিলেন, সুযোগ পেলে ছোট ছেলে বীরকেও এমন অভিজ্ঞতা দিতে চান।
দুই বছর পর সেই প্রতিশ্রুতিই এবার বাস্তব রূপ নিচ্ছে। ছেলের সঙ্গে সময় কাটাতে বুবলীও যুক্ত হয়েছেন সফরে। আর এই সফরের মধ্যেই শাকিব খানকে আবারও দেখা গেলো পরিবারকেন্দ্রিক এক ভালোবাসাময় রূপে। জানা গেছে, চলতি আগস্ট মাসের মধ্যেই দেশে ফিরবেন ঢালিউডের এই তারকা।
আপনার মতামত লিখুন