নিজাম হাজারীর বিরুদ্ধে অস্ত্র মামলায় চার্জশিট দাখিল

ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের পলাতক সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর বিরুদ্ধে অস্ত্র মামলায় আদালতে চার্জশিট জমা দেয়া হয়েছে। লাইসেন্স করা অস্ত্র জমা না দেয়ায় পুলিশ তার বিরুদ্ধে এ মামলা করেন। রোববার ১৩ জুলাই আদালত সূত্র এ বিষয়টি নিশ্চিত করেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আগ্নেয়াস্ত্র লাইসেন্স স্থগিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেয়ার নির্দেশ দেয়া হয়। নিজাম উদ্দিন হাজারীর নামে একটি ৩২ বোর এনপিবি পিস্তল জমা না দেয়ায় ফেনী মডেল থানার এসআই আনোয়ার হোসেন অস্ত্র আইনে মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া জানান, গত ৩০ জুন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফেনী সদর আমলি আদালতে নিজাম হাজারীর বিরুদ্ধে চার্জশিট জমা দেন। আদালত আগামী ৭ আগস্ট চার্জশিট গ্রহণ শুনানির দিন ধার্য করেছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে নিজাম হাজারী স্ত্রী-সন্তান নিয়ে আত্মগোপনে রয়েছেন। তার বিরুদ্ধে ৪ আগস্ট ফেনী শহরের মহিপালে ছাত্র-জনতার বিক্ষোভে গণহত্যার ঘটনায় হত্যাসহ ডজনখানেক মামলা হয়েছে।
আপনার মতামত লিখুন