নিরীহ মানুষ হয়রানির বিষয়ে সতর্ক থাকার নির্দেশ আইজিপির

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে দায়ের হওয়া মামলাগুলোর তদন্তে কোনো নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না। তিনি জানান, সব পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের এ বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) বিকেল ৩টায় রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে ‘পুলিশ সপ্তাহ ২০২৫’ সংক্রান্ত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
আইজিপি বলেন, “৫ আগস্টের পর একটি মহল মূল আসামির সঙ্গে নিরীহ মানুষদেরও মামলায় আসামি করছে। বিষয়টি আমাদের নজরে রয়েছে। তাই স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে—কেবল প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনতে হবে। কারও প্রতি হয়রানি কিংবা অন্যায় আচরণ বরদাশত করা হবে না।”
তিনি আরও বলেন, “অনেক সময় বাদী নিজের হাতে অভিযোগপত্র লিখে নিয়ে আসেন। তখন মামলা রুজু করতে হয়, সত্য-মিথ্যা যাচাইয়ের সুযোগ তখন থাকে না। তদন্তের মাধ্যমেই প্রকৃত সত্য উদঘাটন করা হয় এবং শুধুমাত্র সত্য অংশটুকুই আদালতে উপস্থাপন করা হয়।”
অনাড়ম্বর পুলিশ সপ্তাহ ২০২৫
এবারের পুলিশ সপ্তাহ প্রসঙ্গে আইজিপি জানান, ‘আমার পুলিশ আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ২৯ এপ্রিল থেকে তিন দিনব্যাপী এ আয়োজন শুরু হচ্ছে। তবে গত বছরের তুলনায় এবারের অনুষ্ঠান হবে অনাড়ম্বর ও কার্যকরী।
“উৎসবের পরিবর্তে পেশাগত আলোচনা ও কর্মপরিকল্পনার ওপর গুরুত্ব দেওয়া হবে। মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা শোনা হবে,” বলেন আইজিপি বাহারুল আলম।
তিনি আরও জানান, এবারের পুলিশ সপ্তাহে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে একটি বিশেষ আলোচনার আয়োজন করা হয়েছে। সাংবাদিক, শিক্ষক, সাহিত্যিক, ক্রীড়াবিদ ও ছাত্র প্রতিনিধিদের মতামত ও অভিজ্ঞতা শোনা হবে, বিশেষ করে ৫ আগস্টের আগের ও পরের ভুলত্রুটিগুলো নিয়ে।
পুলিশ সপ্তাহে বরাবরের মতো এবারও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের পদক প্রদান করা হবে। প্রধান উপদেষ্টা উপস্থিত থেকে পদক প্রদান করবেন বলে জানান আইজিপি।
ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর এবং পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহসান।
আপনার মতামত লিখুন