নির্বাচনের জন্য অপেক্ষমাণ জাতি: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ফাইল ছবি।
দেশে এক চেতনার বদলে আরেক চেতনার উদ্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (১৬ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, জুলাই আন্দোলনে শিশু-কিশোররা আবাবিল পাখির ঝাঁকের মতো রাজপথে নেমেছিল। এর মাধ্যমে দেশ ও গণতন্ত্র মুক্তি পেয়েছে। তবে অভ্যুত্থানের পর তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে, তা অযৌক্তিক।
তিনি অভিযোগ করেন, ধর্মের নামে নতুন এক ধরনের চেতনার উত্থান ঘটছে এবং একটি নির্দিষ্ট সংগঠনের লোকজন সর্বত্র অবস্থান করছে, শেখ হাসিনার প্রভাব যেন আবারও নতুনভাবে দেশের ওপর ভর করছে।
একইদিন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে যুবদল আয়োজিত দোয়া মাহফিলে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, গণতান্ত্রিক শক্তির সঙ্গে বিএনপি আলোচনায় রয়েছে। জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সারা জাতি অপেক্ষমাণ।
তিনি বলেন, গণতান্ত্রিক সাম্যের রাষ্ট্র গড়তে হলে জাতীয় ঐক্য বজায় রাখতে হবে এবং ফ্যাসিবাদবিরোধী শক্তিকে শক্তিতে রূপান্তরিত করতে হবে। নির্বাচন নিয়ে যারা শঙ্কা প্রকাশ করছেন তারা গণতন্ত্রের পক্ষে নন দাবি করে তিনি বলেন, জনগণ ভোটাধিকারের জন্য ঐক্যবদ্ধ।
তিনি সতর্ক করে দেন, যদি আবারও বিতর্কিত নির্বাচন হয় তবে দেশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোবে। খালেদা জিয়ার দিকনির্দেশনায় বিএনপি সংলাপ ও আলোচনার মাধ্যমে গণতন্ত্রের পথে অগ্রসর হচ্ছে বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন