নির্মাণ শেষ না হতেই ধসে পড়ল সংযোগ সড়ক, অনিয়মের অভিযোগ

সুনামগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: ১৬ মে, ২০২৫, ১:৩৯
নির্মাণ শেষ না হতেই ধসে পড়ল সংযোগ সড়ক, অনিয়মের অভিযোগ

নির্মাণ শেষ না হতেই ধসে পড়ল সংযোগ সড়ক, ছবি - সুনামগঞ্জ প্রতিনিধি।

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের পানাইল নতুনপাড়ায় নির্মাণ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে একটি সংযোগ সড়ক। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত এই ব্রিজ ও সংযোগ সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

জানা গেছে, পানাইল নতুনপাড়ার সাদিক মিয়ার ব্রিজ থেকে প্রগতি উচ্চ বিদ্যালয় ও কলেজ দোহালিয়ায় সংযোগকারী ব্রিজ ও সড়ক নির্মাণের কাজ পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সাদিয়া এন্ড মেহেজাবীন এন্টারপ্রাইজ। পুরো প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪০ লাখ ৫০ হাজার ৭১১ টাকা।

স্থানীয়রা অভিযোগ করেছেন, কাজের শুরু থেকেই নিয়মনীতি উপেক্ষা করে নির্মাণ কাজ পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি। ইট সলিং সড়কে ব্যবহৃত হয়েছে নিম্নমানের ইট। ব্রিজের সংযোগ সড়কে কোনো ধরনের গাইড ওয়াল বা সুরক্ষাবলয় নির্মাণ না করায় সামান্য বৃষ্টিতেই ধসে পড়ছে সড়কের বিভিন্ন অংশ।

শুক্রবার (১৬ মে) সরেজমিনে গিয়ে দেখা গেছে, মাত্র দুই মাস আগেই শেষ হওয়া সড়কে ইতোমধ্যেই চারটি স্থানে ধস দেখা দিয়েছে। সড়কের ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে খুঁটি পুঁতে কোনোরকমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে।

স্থানীয় দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক গৌছুল ইসলাম বলেন, “এই সড়ক দিয়ে পাঁচটি গ্রামের মানুষ নিয়মিত যাতায়াত করেন। শিক্ষার্থী, শিক্ষকসহ সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। কাজ শেষ হওয়ার আগেই এমন ধস সরকারি কর্মকর্তা ও ঠিকাদারের গাফিলতির প্রতিফলন।”

ঘটনার বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান দায়সারা জবাব দিয়ে জানিয়েছে, “আমাদের কাজ শেষ, বৃষ্টির কারণে হয়তো রাস্তা ধসে গেছে।”

তবে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. লুৎফুর রহমান বলেন, “অতি বৃষ্টির কারণে সড়ক ধসে পড়েছে। ঠিকাদারকে সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রকল্পে গাইড ওয়াল নির্মাণের কোনো নির্দেশনা ছিল না, ফলে তা নির্মাণ করা হয়নি। সম্ভবত এজন্যই ধসের ঘটনা ঘটেছে।”

স্থানীয়দের অভিযোগ, নির্মাণ কাজে সঠিক তদারকি ও জবাবদিহিতার অভাবে এমন ভাঙন ও দুর্ভোগ দিন দিন বাড়ছে।