পটুয়াখালীতে গুড নেইবারসের ‘ডিআরআর’ প্রকল্পের সমাপনী

জহিরুল ইসলাম চয়ন, পটুয়াখালী :
প্রকাশ: ২৬ মে, ২০২৫, ১০:১১
পটুয়াখালীতে গুড নেইবারসের ‘ডিআরআর’ প্রকল্পের সমাপনী

পটুয়াখালীর কলাপাড়ায় গুড নেইবারস বাংলাদেশ পরিচালিত দুর্যোগ ঝুঁকি হ্রাস (ডিআরআর) প্রকল্পের সমাপনী ও অর্জিত ফলাফল উপস্থাপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে ২০২৫) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের পায়রা সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

গুড নেইবারস বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর বার্টিন গমেজের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিপির সহকারী পরিচালক আসাদউজ্জামান খান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শফিকুল আলম। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা কর্মশালায় অংশগ্রহণ করেন।

কর্মশালায় জানানো হয়, কলাপাড়া উপজেলার তিনটি ঝুঁকিপূর্ণ ইউনিয়নে ডিআরআর প্রকল্পের আওতায় দুর্যোগ preparedness ও ঝুঁকি হ্রাসে নানা কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—দুটি মাল্টিপারপাস সাইক্লোন সেন্টার নির্মাণ এবং চারটি পুরাতন সাইক্লোন শেল্টারের সংস্কার কাজ সম্পন্ন করা। এসব অবকাঠামো স্থানীয় জনগণের জানমাল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে কর্মশালায় জানানো হয়।

প্রকল্পের মাধ্যমে কমিউনিটি ভিত্তিক দুর্যোগ প্রস্তুতি জোরদার, স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ, সচেতনতামূলক কার্যক্রম এবং স্কুল পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কর্মসূচিও বাস্তবায়ন করা হয়েছে বলে জানানো হয়।

সভাপতির বক্তব্যে বার্টিন গমেজ বলেন, “দুর্যোগে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সক্ষমতা বৃদ্ধি জরুরি। আমাদের প্রকল্পের লক্ষ্য ছিল মানুষের মধ্যে সেই সচেতনতা ও প্রস্তুতি গড়ে তোলা।”

এ সময় বক্তারা এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান এবং ভবিষ্যতে আরও টেকসই ও ব্যাপক কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।