পরীমনি: আলো, ছায়া আর নিজের গল্পের নায়িকা

By নিউজনেক্সট অনলাইন :

2 Min Read
ছবি - পরীমণির ফেসবুক থেকে নেওয়া।

আজ পরীমনির জন্মদিন। ক্যামেরার ফ্ল্যাশ আর সামাজিক মিডিয়ার লাইমলাইটের মাঝে তিনি নিজের ছাপ রেখে চলেছেন অনবদ্য। একদিকে দর্শকের হৃদয় জয়, অন্যদিকে বিতর্কের দ্যুতিময় আলো, পরীমনি সেই নারী, যিনি জীবনের প্রতিটি দৃশ্যে নিজেকে নতুন করে গড়ে তুলেছেন।

ছবির পর্দায় তিনি এসেছে ২০১৫ সালে, ‘ভালোবাসা সীমাহীন’ দিয়ে। এরপরের প্রতিটি চরিত্রে যেন একেকটি নতুন অধ্যায়ের সূচনা। ‘গুনিন’ ও ‘ স্বপ্নজাল’ চলচ্চিত্রে তার অভিনয় শুধু সমালোচক নয়, সাধারণ দর্শকেরও প্রশংসা কুড়িয়েছে। পরীমনি যে কেবল নায়িকা নয়, সে একজন শিল্পী, যার আবেগের গভীরতা স্ক্রিনে প্রতিফলিত হয় তার প্রমাণ তিনি দিয়েছেন।

কিন্তু আলোয় থাকা সহজ নয়। ২০২১ সালের বিতর্ক, গ্রেফতার ও মাদক মামলার ঝড় তাঁকে কঠিন পরীক্ষায় ফেলে। সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত জীবনের খোলামেলা প্রকাশ, সম্পর্ক ও বিচ্ছেদ সবই তাকে আলোচনার কেন্দ্রে রাখে। তবু তিনি থেমে থাকেননি। প্রতিটি চ্যালেঞ্জকে করেছেন নিজের গল্পের অংশ।

ব্যক্তিগত জীবনে মা হওয়া পরীমনির জীবনে নতুন দিগন্ত খুলেছে। ছেলে রাজ্যের সঙ্গে ছোট ছোট মুহূর্তগুলো যেন তার জীবনের সহজ অথচ অমূল্য আনন্দের প্রতীক। জন্মদিনে সহকর্মী, ভক্ত ও চলচ্চিত্র অঙ্গনের মানুষ তাকে জানিয়েছেন শুভেচ্ছা।

পরীমনি জানিয়েছেন, তার লক্ষ্য শুধু অভিনয় নয়; নিজের জীবনের গল্পও তৈরি করা। ‘আমি চাই আমার জীবনটা যেন গল্প হয়ে যায়—যে গল্পে নারী নিজের মতো করে বাঁচতে শেখে।’ এই বার্তাই তাকে চলচ্চিত্রের ক্যারিয়ার জুড়ে আলোকিত রেখেছে।

সমালোচনা, বিতর্ক, প্রশংসা সবকিছুর মিশ্রণে পরীমনি আজও নিজেকে প্রমাণ করেছেন।

তিনি সেই নারী, যিনি নিজের জীবনের নায়িকা এবং নিজের গল্পের নির্মাতা।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *