পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ দল

আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সময় পার করতে চলেছে বাংলাদেশ জাতীয় দল। আগামী মাসে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে টাইগাররা। সিরিজের প্রথম দুই ম্যাচ হবে ফয়সালাবাদের ঐতিহাসিক ইকবাল স্টেডিয়ামে, আর পরের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
বাংলাদেশ দল পাকিস্তানে পৌঁছাবে ২১ মে। এরপর ২৫ মে শুরু হবে মাঠের লড়াই। দ্বিতীয় ম্যাচ হবে ২৭ মে, একই ভেন্যুতে। সিরিজের বাকি তিনটি ম্যাচ ৩০ মে, ১ জুন এবং ৩ জুন অনুষ্ঠিত হবে গাদ্দাফি স্টেডিয়ামে।
বাংলাদেশ-পাকিস্তান মুখোমুখি পরিসংখ্যান
টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত দুই দল ১৯ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ১৬টি ম্যাচ জিতেছে পাকিস্তান, আর বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ৩ ম্যাচে। তবে সাম্প্রতিক সময়ে সংক্ষিপ্ত ফরম্যাটে নিজেদের উন্নতি তুলে ধরতে মরিয়া বাংলাদেশ দল।
সিরিজ সূচি একনজরে:
-
২৫ মে: ১ম টি-টোয়েন্টি – ইকবাল স্টেডিয়াম, ফয়সালাবাদ
-
২৭ মে: ২য় টি-টোয়েন্টি – ইকবাল স্টেডিয়াম, ফয়সালাবাদ
-
৩০ মে: ৩য় টি-টোয়েন্টি – গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
-
১ জুন: ৪র্থ টি-টোয়েন্টি – গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
-
৩ জুন: ৫ম টি-টোয়েন্টি – গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
সিরিজ সামনে রেখে শিগগিরই বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণা করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিশ্বকাপের আগে এই সিরিজকে প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে দেখছে দল।
আপনার মতামত লিখুন