পাকিস্তানের আকাশসীমা খুলে দেওয়া হয়েছে, স্বাভাবিক বিমান চলাচল

আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ: ১১ মে, ২০২৫, ৩:২০
পাকিস্তানের আকাশসীমা খুলে দেওয়া হয়েছে, স্বাভাবিক বিমান চলাচল

যুদ্ধবিরতির ঘোষণা আসার পর পাকিস্তানের আকাশসীমা খুলে দেওয়া হয়েছে। ফলে দেশটির সকল সামরিক ও বেসামরিক বিমান চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (১০ মে) বিকেলে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিবৃতিতে বলা হয়, আকাশসীমা পুনরায় চালু হওয়ায় যাত্রীদের নির্ধারিত ফ্লাইট সম্পর্কে তথ্য জেনে তবেই বিমানবন্দরে আসার অনুরোধ করা হচ্ছে।

এর আগে শনিবার ভোররাতে পাক-ভারত সীমান্তে চলমান যুদ্ধের কারণে সাময়িকভাবে পাকিস্তানের আকাশসীমা বন্ধ ঘোষণা করা হয়। বাতিল করা হয় সব ধরনের ফ্লাইট।

যুদ্ধ পরিস্থিতির মধ্যেই বিকেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাক-ভারত যুদ্ধ নিয়ে যুদ্ধবিরতির ঘোষণা দেন। এরপরই পাকিস্তান সরকার এ সিদ্ধান্ত নেয়।

তবে ভারতের ৩২টি বিমানবন্দরের ফ্লাইট চলাচল এখনো বন্ধ রয়েছে। শনিবার সকালেই দেশটির পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৪ মে পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।