পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২, আহত ২

নিজস্ব প্রতিবেদক, পাবনা
প্রকাশ: ১৭ জুন, ২০২৫, ১:৩৬
পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২, আহত ২

পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ দু’জন নিহত হয়েছেন। এ ছাড়া আরও দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১৭ জুন) সকাল ও ভোরে জেলার চাটমোহর ও সদর উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।

স্কুলছাত্রের মৃত্যু :

চাটমোহরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারিয়েছে আরাফাত হোসেন (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্র। সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার জোনাইল ইউনিয়নের লেদ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরাফাত ডিবিগ্রাম ইউনিয়নের খৈরাশ গ্রামের স্বর্ণ ব্যবসায়ী আলমগীর হোসেনের ছেলে এবং স্থানীয় ডিকে উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল।

চাটমোহর থানার ওসি (তদন্ত) নয়ন কুমার সরকার জানান, আরাফাত পরিবারের মোটরসাইকেল চালিয়ে ভান্ডারদহ এলাকায় যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই সে মারা যায়। তিনি কিশোরদের হাতে মোটরসাইকেল না দেওয়ার বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

বাস-ট্রাক সংঘর্ষে চালক নিহত, আহত ২ :

অপরদিকে ভোর সাড়ে ৪টার দিকে পাবনা সদর উপজেলার বাইপাস মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ট্রাকচালক সেলিম হোসেন (৩৮)। তিনি মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের মৃত আব্দুল গনির ছেলে।

এই ঘটনায় বাসের হেলপার তারেক (৩৫) ও ট্রাকের হেলপার আলামিন (৩৫) গুরুতর আহত হন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, ঢাকা থেকে আসা একটি এক্সপ্রেস বাস ফাঁকা অবস্থায় টার্মিনাল থেকে গ্যারেজে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের সঙ্গে ইয়াকুব ফিলিং স্টেশনের সামনে মুখোমুখি সংঘর্ষ হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। এ ঘটনায় নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।