পিরোজপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ মিছিল

গোলাম মোস্তফা, পিরোজপুর প্রতিনিধি :
প্রকাশ: ১৪ জুলাই, ২০২৫, ২:১৪
পিরোজপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ মিছিল

দীর্ঘদিন ধরে গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল ।

সোমবার (১৪ জুলাই) বিকাল সাড়ে পাঁচটায় পিরোজপুর জেলা স্টেডিয়াম থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে গোপালকৃষ্ণ টাউন ক্লাব মঞ্চে এসে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন কুমার বলেন, এই দেশ নিয়ে ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী। আমরা বিগত ১৭ বছর হামলা মামলা নির্যাতনের শিকার হয়ে তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে বিগত ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত করেছি। আগামীতেও তারেক রহমানের নেতৃত্বে সব ষড়যন্ত্র মোকাবিলা করবো।

তিনি আরও বলেন, আমরা আমাদের পরিচয় গোপন করে ফ্যাসিবাদ শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে যাইনি। আমরা বিগত ১৭ বছরের রাজপথে ছিলাম এখনও আছি ভবিষ্যতে থাকবো। আমরা বিএনপি পরিবার এই চক্রান্ত নস্যাৎ করে দেবো।

পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ৭১রে আমরা জিয়াউর রহমানের নেতৃত্বে সকল অপশক্তি কে রুখে দিয়েছি। সকল অদৃশ্য শক্তির বিরুদ্ধে আমরা এক হয়ে লড়বো। বাংলাকে কোনভাবেই পিন্ডির গোলাম হতে দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, ঢাকায় যিনি মারা গিয়েছেন তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন প্রোগ্রামে অংশ গ্রহণ করতেন। তার পার্টনারের সাথে ঝগড়া বেঁধে এ ঘটনা ঘটে। আমরা তার হত্যাকাণ্ডের বিচার চাই।

এসময় বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা বিএনপির আহবাব আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব লাভলু গাজী, পিরোজপুর জেলা ছাত্রদলের দলের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন, সিনিয়র সহ-সভাপতি রায়হান রাজু, সহ-সভাপতি এস এম ফেরদৌস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরান মনু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার অভি, দপ্তর সম্পাদক খালিদ হাসান, প্রচার সম্পাদক ইফতেকার আহমেদ রনি সহ পিরোজপুর জেলার ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা কর্মী।