পিরোজপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নব গঠিত কমিটির পরিচিতি সভা

‎গোলাম মোস্তফা , স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ৪ আগস্ট, ২০২৫, ৪:০৫
পিরোজপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নব গঠিত কমিটির পরিচিতি সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পিরোজপুর জেলা শাখার নব গঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ আগস্ট) রাতে পিরোজপুর শহরের চাইনিজ প্যালেস রেস্তোরাঁয় এ সভা আয়োজন করা হয়।

‎সভায় বক্তারা নব গঠিত আহ্বায়ক কমিটির ভূমিকা, দলীয় আদর্শ এবং আইনি সহায়তা প্রদানে সক্রিয় থাকার গুরুত্ব তুলে ধরেন।

একইসঙ্গে জেলার জাতীয়তাবাদী আইনজীবীদের সংগঠিত ও সক্রিয় করে তুলতে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হয়।

‎আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট নিজাম উদ্দিন সরদার। সভা সঞ্চালনা করেন সদস্য সচিব অ্যাডভোকেট আকরাম আলী মোল্লা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।

বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা বিএনপির সদস্য আবুল কালাম আকন, সাইদুল ইসলাম কিসমত, শেখ হাসানুল কবির লীন, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এসএম রেজাউল ইসলাম শামীম।

এ সময় আরও উপস্থিত ছিলেন, এ্যাড. সৈয়দ সাব্বির আহমেদ, এ্যাড. শাহজাহান সরদার, এ্যাড. ওয়াহিদ হাসান বাবু, এ্যাড. মনিরুল ইসলাম, এ্যাড. রহিমা আক্তার হাসি, এ্যাড. খায়রুল বাশার শামীম প্রমুখ।

‎পরিচিতি সভায় পিরোজপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ, আইনজীবী ফোরামের সদস্য এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।