প্রতারক মোস্তাফিজের গ্রেফতার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ঘনিষ্ঠ সহযোগী ও একাধিক প্রতারণা মামলার পলাতক আসামি মোঃ মোস্তাফিজুর রহমানের গ্রেফতার ও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।
রবিবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাজশাহী মহানগরীর জিরো পয়েন্টে ঘন্টাব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গ্রীন প্লাজা প্রপার্টিজের মালিক মোস্তাফিজুর রহমান একজন চিহ্নিত প্রতারক ও জালিয়াত চক্রের হোতা। তিনি দীর্ঘদিন ধরে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছেন।
রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন বলেন, মোস্তাফিজুর রহমান সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও তার স্ত্রী শাহীন আক্তার রেনীর জামাইখ্যাত এবং আওয়ামী লীগের দীর্ঘদিনের অর্থনৈতিক পৃষ্ঠপোষক। তাদের ছত্রছায়ায় থেকে মোস্তাফিজ ফ্ল্যাট বিক্রির নামে হাজার হাজার গ্রাহকের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন, অথচ প্রতারিত গ্রাহকদের কেউ এখনো ফ্ল্যাট বুঝে পাননি।
মানববন্ধনের প্রধান অতিথি যুবদল নেতা আবুল কালাম আজাদ সুইট বলেন, মোস্তাফিজ থানায় বসেই বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। পুলিশ প্রশাসন তার এই অপকর্মে সহযোগিতা করছে। যারা এই চক্রান্তের সঙ্গে জড়িত, তাদের আমরা বাংলার মাটিতে বিচার করব।
তিনি আরও বলেন, বিএনপিকে রাজনৈতিকভাবে কোণঠাসা করতে আওয়ামী লীগ এবং প্রশাসন মিথ্যা মামলা ও ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছে। কিন্তু এসব করে জনগণের আন্দোলন থামানো যাবে না।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন যুবদলের রাজশাহী মহানগরের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী মহানগর যুবদলের
সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির সভাপতি শামসুল হোসেন মিলু। সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন। রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মো. সৈকত পারভেজ। এছাড়া বোয়ালিয়া থানা পূর্ব বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী মানববন্ধনে অংশ নেন।
বক্তারা অবিলম্বে প্রতারক মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার এবং বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।
আপনার মতামত লিখুন