প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর এমপিওভুক্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১৪ জুলাই, ২০২৫, ৭:৫৩
প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর এমপিওভুক্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

বাংলাদেশের সকল প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিও ভুক্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে জেলার সকল প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা অংশ নেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ, ঝালকাঠি জেলা শাখার সভাপতি রাবেয়া আক্তার সুমি, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক আমির হোসেন তালুকদার ও সহকারী শিক্ষক সাইফুল ইসলামসহ আরো অনেকে।

বক্তারা বলেন, পিছিয়ে পড়া প্রতিবন্ধী শিশুদের সমাজের মূলধারায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিদ্যালয়গুলো। ২০১৯ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয় বিদ্যালয়গুলোর স্বীকৃতি  ও এমপিওর জন্য প্রজ্ঞাপন দিয়ে অনলাইনে আবেদন নেয়। পরে স্বীকৃতি ও এমপিও কমিটি গঠন করে ক, খ, গ শ্রেণিতে বিভক্ত করা হয়। কিন্তু বিগত সরকার আমলে সারা দেশের ৬৩ হাজার শিক্ষক-কর্মচারী স্বীকৃতি ও এমপিওভুক্তির অপেক্ষায় থেকে মানবেতর জীবন যাপন করছে।

তাঁরা বলেন, বিগত স্বৈরাচার সরকার আমলে চরমভাবে বৈষ্যম্যের শিকার হয়েছি। আমরা বিদ্যালয় গুলোর স্বীকৃতি ও এমপিওভূক্তির জোর দাবি জানাচ্ছি।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন শিক্ষক-কর্মচারীরা।