ফিরোজায় ফিরলেন খালেদা, স্লোগানে মুখর রাজপথ

বিশেষ প্রতিনিধি, ঢাকা:
প্রকাশ: ৬ মে, ২০২৫, ৮:০৮
ফিরোজায় ফিরলেন খালেদা, স্লোগানে মুখর রাজপথ

দীর্ঘ চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৪০ মিনিটে তাকে বহনকারী একটি এয়ার অ্যাম্বুলেন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ইমিগ্রেশনসহ আনুষ্ঠানিকতা শেষে সকাল ১১টা ২০ মিনিটে খালেদা জিয়া তার গুলশানের বাসভবন ‘ফিরোজা’-র উদ্দেশে যাত্রা করেন।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, দুপুর ১টা ২৫ মিনিটে খালেদা জিয়া গুলশানের ফিরোজায় পৌঁছান। তার সঙ্গে ছিলেন দুই পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত ছিলেন।

সকাল থেকেই খালেদা জিয়াকে বরণ করতে বিমানবন্দরের আশপাশে জড়ো হন হাজার হাজার দলীয় নেতাকর্মী। তার গাড়িবহর বের হওয়ার সময় চারপাশে স্লোগান ও করতালিতে উচ্ছ্বাস প্রকাশ করেন নেতাকর্মীরা। গুলশান পর্যন্ত পথজুড়ে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা নেতা-কর্মীরা নানা শ্লোগানে বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানান। পুরো পথজুড়ে ছিল এক আবেগঘন উৎসবমুখর পরিবেশ।

দলীয় নেতাকর্মীরা একে খালেদা জিয়ার ‘বীর প্রত্যাবর্তন’ হিসেবে দেখছেন। তারা বলছেন, তার এই প্রত্যাবর্তন আগামী দিনে দেশের গণতান্ত্রিক আন্দোলনে নতুন গতি এনে দেবে।