বিশ্ববিদ্যালয়-মেডিকেল-সেনা ব্রিগেড চাই: ফেনীবাসীর ১১ দফা

আব্দুল্লাহ আল মামুন, ফেনী :
প্রকাশ: ১০ মে, ২০২৫, ৫:০১
বিশ্ববিদ্যালয়-মেডিকেল-সেনা ব্রিগেড চাই: ফেনীবাসীর ১১ দফা

মেডিকেল কলেজ, বিশেষায়িত বিশ্ববিদ্যালয় ও সেনা ব্রিগেড স্থাপনসহ ১১ দফা দাবিতে নাগরিক সমাবেশ করেছে অধিকারভিত্তিক প্ল্যাটফর্ম ‘আমরা ফেনীবাসী’। শনিবার ফেনী জেলা পরিষদের ড. সেলিম আল-দীন মিলনায়তনে আয়োজিত এ সমাবেশে নাগরিকেরা ফেনীর দীর্ঘদিনের অবহেলিত উন্নয়ন দাবি তুলে ধরেন।

সমাবেশে সভাপতিত্ব ও ধারণাপত্র উপস্থাপন করেন আমরা ফেনীবাসীর প্রধান সংগঠক এবং বাপা’র যুগ্ম সম্পাদক অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার। সঞ্চালনায় ছিলেন সংগঠনের মুখপাত্র ও মানারাত বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক সাংবাদিক বুরহান ফয়সাল। স্বাগত বক্তব্য দেন সহকারী প্রধান সংগঠক কেফায়েত শাকিল।

বক্তারা বলেন, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা ফেনীতে প্রায় ২০ লাখ মানুষের বসবাস। কিন্তু এখানকার নাগরিকেরা স্বাস্থ্য, শিক্ষা ও নিরাপত্তাসহ মৌলিক অধিকার থেকে বঞ্চিত।

তারা বলেন, ২০২৪ সালের ভয়াবহ বন্যায় প্রায় ১০ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়ে, মারা যায় ২৯ জন, ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় ২ হাজার ৬৮৬ কোটি টাকা। এত বড় বিপর্যয়ের পরও বল্লামুছা বাঁধসহ অনেক বাঁধ এখনো টেকসইভাবে নির্মাণ হয়নি, পুনর্নির্মিত হয়নি মুছাপুর ক্লোজারও।

সমাবেশ থেকে দ্রুত টেকসই বাঁধ নির্মাণ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে জনবল ও সরঞ্জাম বাড়ানো, বোট ও লাইফজ্যাকেট সরবরাহ এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষিত টিম গঠনের দাবি জানানো হয়।

স্বাস্থ্যসেবার প্রসঙ্গে বক্তারা বলেন, ফেনী ও পার্শ্ববর্তী জেলার প্রায় অর্ধকোটি মানুষের চিকিৎসাসেবার জন্য এখনো কোনো মেডিকেল কলেজ নেই। অথচ আশপাশের জেলাগুলোতে ইতোমধ্যে মেডিকেল কলেজ স্থাপিত হয়েছে। একইভাবে উচ্চশিক্ষার জন্য একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠারও দাবি ওঠে সমাবেশে।

ফেনীর ভৌগোলিক গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, নানা সীমান্ত উত্তেজনার পরও এখানে কোনো সেনা স্থাপনা নেই। দেশের সার্বভৌমত্ব রক্ষায় ফেনীতে সেনা ব্রিগেড স্থাপন জরুরি। একইসঙ্গে বক্তারা সোনাগাজী-মিরসরাইয়ে ভারতকে দেওয়া অর্থনৈতিক অঞ্চল বাতিলের দাবি জানান।

সমাবেশে বক্তৃতা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জিয়া উদ্দিন মিস্টার, জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, ডিবিসি নিউজের এসাইনমেন্ট এডিটর আদিত্য আরাফাত, অধ্যাপক আবু ইউসুফ, কানাডা বিএনপির হুমায়ুন কবির পাটোয়ারী, এবি পার্টির শাহ আলম বাদল, খেলাফত মজলিসের মোজাফফর আহমদ, চিকিৎসক হুমায়ুন কবির চৌধুরী, পরিবেশ কর্মী নজরুল বিন মাহমুদুলসহ অনেকে।

আন্দোলনের ধারাবাহিকতা বজায় রেখে দাবি আদায়ে আরও বৃহত্তর নাগরিক কর্মসূচির ঘোষণা আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন আয়োজকরা।