ফেনীর ১০০ পরিবারকে ইউনিসেফ স্টাফ এসোসিয়েশনের ২০ লাখ টাকার সহায়তা

ফেনীর বিভিন্ন উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে ২০ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে ইউনিসেফ বাংলাদেশ স্টাফ এসোসিয়েশন।
শনিবার (৪ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তার অর্থ বিতরণ করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মোহাম্মদ বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইসমাইল হোসেন, ইউনিসেফ বাংলাদেশ স্টাফ এসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগের প্রধান মাধুরী ব্যানার্জি, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা এবং ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভূঁইয়া।
জেলা প্রশাসন ও ইউনিসেফের যৌথ উদ্যোগে আয়োজিত এ সহায়তা কর্মসূচিতে ফেনী সদর উপজেলার ৪০টি, ছাগলনাইয়া উপজেলার ২৫টি, ফুলগাজী উপজেলার ২০টি এবং পরশুরাম উপজেলার ১৫টি পরিবারকে ২০ হাজার টাকা করে মোট ২০ লাখ টাকা সহায়তা প্রদান করা হয়।
সহায়তা পাওয়ার জন্য যেসব পরিবারকে বাছাই করা হয়েছে, তাদের মধ্যে অগ্রাধিকার দেওয়া হয়েছে—
গোল্ডেন সিটিজেন (সুবর্ণ কার্ডধারী) পরিবারের মধ্যে যেসব পরিবারে প্রতিবন্ধী শিশু রয়েছে, SAM (Severe Acute Malnutrition) শিশুর পরিবার, চরম দারিদ্র্যসীমার নিচে বসবাসরত পরিবার, যেসব পরিবার বন্যায় মারাত্মকভাবে ঘরবাড়ি হারিয়েছে (যেমন, বাঁশের কাঠামো, তারপল বা মাটির তৈরি ঘর), পরিবারপ্রধান নারী—এমন পরিবার এবং পূর্বে কোনো সরকারি বা বেসরকারি সহায়তা না পাওয়া পরিবার।
উল্লেখ্য, এই সহায়তা ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে এবং তাদের পুনরুদ্ধার প্রক্রিয়ায় সহায়তা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন