ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমার মা-ও ‘এক সন্তানকে হারিয়েছেন’: তারেক রহমান

বিশেষ প্রতিনিধি :
প্রকাশ: ৩১ জুলাই, ২০২৫, ৩:০২
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমার মা-ও ‘এক সন্তানকে হারিয়েছেন’: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলে ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে’ বহু নারী স্বজন হারিয়েছেন, সেই তালিকায় রয়েছেন তার মাও।

বৃহস্পতিবার (৩১ জুলাই) জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজিত আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, বিগত দেড় দশক ধরে চলা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অনেক মা তার সন্তান হারিয়েছেন। আমার মা-ও তার এক সন্তান—আরাফাত রহমান কোকোকে হারিয়েছেন আপনাদের মতোই।

উল্লেখ্য, খালেদা জিয়ার ছোট ছেলে কোকো ২০১৫ সালের জানুয়ারিতে মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

মুদ্রা পাচারের মামলায় দণ্ডিত কোকো ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় নির্বাহী আদেশে মুক্তি পেয়ে বিদেশে চলে যান।

তারেক রহমান বলেন, বহু নারী তার স্বামীকে, কেউ ভাইকে হারিয়েছেন। অনেক মা হয়েছেন নির্যাতনের শিকার, অনেক পরিবার ছিন্ন-বিচ্ছিন্ন হয়েছে। শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না। একটি মানবিক বাংলাদেশ গঠনে এই মুহূর্তে নারীদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, আজ শহীদ ও স্বজন হারানো মা-বোনদের সামনে সুযোগ এসেছে—একটি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার। নারী সমাজকে আরও সজাগ, সচেতন হতে হবে যেন ভবিষ্যতে উগ্রবাদ, চরমপন্থা আর মাথাচাড়া দিতে না পারে।

আগামী জাতীয় নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে প্রান্তিক পরিবারের নারীপ্রধানদের নামে ‘ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণা দেন তারেক রহমান।

তিনি বলেন, দেশে চার কোটির মতো পরিবার আছে। প্রথম পর্যায়ে অন্তত ৫০ লাখ প্রান্তিক পরিবারকে এই কার্ডের মাধ্যমে মাসিক আর্থিক ও খাদ্য সহায়তা দেওয়া হবে।

নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও পারিবারিক স্বাবলম্বিতা তৈরির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে বিএনপির অবস্থানের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপি বিশ্বাস করে—দেশের অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে নিরাপদ ও উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয়। নারীশক্তিকে মূল ধারায় সম্পৃক্ত করে পরিকল্পনা সাজাচ্ছে বিএনপি।

তিনি বলেন, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দিতে হবে। নারী-পুরুষ ভেদাভেদ না করে কর্মদক্ষ জনশক্তি তৈরি করতে পারলেই বাংলাদেশ এগিয়ে যাবে।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আফরোজা খান রিতা। সভায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস।

শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা পদক প্রদানসহ প্রদর্শিত হয় একটি তথ্যচিত্র।

সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, সেলিমা রহমান, জেএসডির সহসভাপতি তানিয়া রব, অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম, তাহসিনা রুশদীর লুনা, শিরিন সুলতানা, অধ্যাপক শামীমা সুলতানা, শহীদ সাজেদুল ইসলাম সুমনের বোন সানজিদা ইসলাম তুলি এবং টকশো উপস্থাপক হাসিনা আখতার।