ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সাহসিকতার ইতিহাস বিএনপির: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ৩ আগস্ট, ২০২৫, ১২:৫৮
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সাহসিকতার ইতিহাস বিএনপির: তারেক রহমান

রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের বিশাল ছাত্র সমাবেশে ভার্চুয়াল বক্তব্য দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, তারুণ্য ও নারী শক্তিকে কাজে লাগিয়েই আগামী দিনে দেশকে এগিয়ে নিতে চায় বিএনপি। রাজনৈতিক বিভাজন নয়, জনগণ এখন চায় গুণগত ও কল্যাণমুখী রাজনীতি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তারুণ্য ও নারী শক্তিকে কাজে লাগিয়ে আগামী দিনে দেশকে এগিয়ে নেবে বিএনপি। তিনি বলেন, দেশের মানুষ এখন আর বিভেদ ও প্রতিহিংসার রাজনীতি চায় না—তারা চায় গুণগত, ইতিবাচক এবং জনগণের কল্যাণে নিবেদিত রাজনীতি।

রোববার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত ছাত্র সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয়।

তারেক রহমান বলেন, “দেড় দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপির হাজার হাজার নেতাকর্মী আহত ও নিখোঁজ হয়েছেন। এই আন্দোলনে সাহস, আত্মত্যাগ ও সংগ্রাম লিপিবদ্ধ হয়েছে।”

তিনি তরুণ ভোটারদের উদ্দেশে বলেন, “তারুণ্যের প্রথম ভোট হোক ধানের শীষের পক্ষে। এই প্রতীকেই নিহিত রয়েছে গণতন্ত্র, উন্নয়ন ও মুক্তির ভবিষ্যৎ।” শিক্ষা, কর্মসংস্থান ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকার করে তিনি বলেন, “যদি বিএনপি ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, কারিগরি শিক্ষা ও আইসিটিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

পাশাপাশি, খেলাধুলা ও সংস্কৃতিকে শিক্ষার মূল ধারায় অন্তর্ভুক্ত করা হবে।” ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, “সাহস ও সততার সঙ্গে এগিয়ে গেলে দেশের জনগণ অবশ্যই তোমাদের পাশে থাকবে।”

বিশাল সমাবেশে জনস্রোত

সমাবেশ কেন্দ্র করে শাহবাগ মোড়, টিএসসি, কাঁটাবন ও চারুকলা ইনস্টিটিউট এলাকায় জনসমুদ্রের সৃষ্টি হয়। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রদল নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও পতাকা নিয়ে খণ্ড খণ্ড মিছিল সহকারে সমাবেশস্থলে জড়ো হন।

সমাবেশের সূচনা হয় বিকেল সোয়া ৩টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর স্বাগত বক্তব্য দেন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান এবং সিনিয়র যুগ্ম সম্পাদক শ্যামল মালুম।

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় আয়োজিত এই সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ বলেন, এই সমাবেশ প্রমাণ করে দেশের তরুণ প্রজন্ম এখন গণতন্ত্র ও ভোটাধিকারের প্রশ্নে সচেতন ও ঐক্যবদ্ধ।