বগুড়ায় আসামীর বাড়িতে পুলিশ ৪ ঘন্টা অবরুদ্ধ, দেশীয় অস্ত্রসহ বন্দুক উদ্ধার

সিয়াম সাদিক, উত্তরাঞ্চল ব্যুরো :
প্রকাশ: ৪ আগস্ট, ২০২৫, ২:৩৪
বগুড়ায় আসামীর বাড়িতে পুলিশ ৪ ঘন্টা অবরুদ্ধ, দেশীয় অস্ত্রসহ বন্দুক উদ্ধার

বগুড়ার শাজাহানপুর উপজেলার ভাদাইকান্দি গ্রামে হত্যা মামলার আসামির বাড়ি থেকে লাইসেন্স করা বন্দুক ও বিপুল পরিমাণ দেশি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এর আগে অভিযুক্তের বাড়ি থেকে বন্দুক জব্দ না করায় ক্ষুব্ধ গ্রামবাসী চার ঘণ্টা তিন পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখে।

স্থানীয়রা জানান, গত ২৮ জুলাই জমি সংক্রান্ত বিরোধের জেরে আলামিন (৩০) নামের এক যুবকের হাত-পা ভেঙে দেয় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২ আগস্ট রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের চাচা বাদী হয়ে শাজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

আজ সোমবার সকাল আটটার দিকে গ্রামবাসী মামলার আসামি আতিকুর রহমানের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। খবর পেয়ে শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিমসহ তিন পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছান। এ সময় গ্রামবাসীর অভিযোগ, পুলিশ আসামির বাড়িতে থাকা একনালা বন্দুক দেখলেও জব্দ করেনি। এতে উত্তেজিত হয়ে গ্রামবাসী সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত পুলিশকে অবরুদ্ধ করে রাখে।

পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফার নেতৃত্বে অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় আসামির বাড়ি থেকে একটি লাইসেন্সকৃত একনালা বন্দুক, একটি তাজা গুলি, ১৫টি ব্যবহৃত কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়া বাড়ি থেকে রামদা, চাইনিজ কুড়াল, হাসুয়া, বড় সাইজের ছুরি, চাকুসহ প্রায় ৩০টি দেশি অস্ত্র উদ্ধার করে পুলিশ।

শাজাহানপুর থানার ওসি (তদন্ত) মাসুদ করিম বলেন, “অস্ত্র উদ্ধারের পর পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।”