ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান — বগুড়ায় যুবদলের বিক্ষোভ মিছিলে নেতাকর্মীদের ঢল

সিয়াম সাদিক,বগুড়া ব্যুরো:
প্রকাশ: ১৮ জুলাই, ২০২৫, ৩:৪৪
ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান — বগুড়ায় যুবদলের বিক্ষোভ মিছিলে নেতাকর্মীদের ঢল

প্রশাসনের নিষ্ক্রিয়তায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেল ৪টায় মোহাম্মদ আলী হাসপাতাল সংলগ্ন মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। এতে যুবদলের সকল ইউনিটের ৩০ হাজারেরও বেশি নেতাকর্মী অংশ নেন।

জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু হাসানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মোশারফ হোসেন, বিএনপির কেন্দ্রীয় সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, সাংগঠনিক সম্পাদক সহিদুন্নবী সালাম, কে এম খাইরুল বাশার প্রমুখ।

বক্তারা বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অবমাননা, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে একটি কুচক্রী মহল কটূক্তি করে চলেছে। তারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে চায়। একটি চক্র আবারও নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। এদের বিরুদ্ধে এখনই রুখে দাঁড়াতে হবে।

জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে বগুড়ার কোথাও যুবদলের কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত হয়নি। কারা এসব করছে, তা বগুড়াবাসী জানে। চারমাথা বাস টার্মিনাল থেকে হকার্স মার্কেট পর্যন্ত সব দখলে নিয়েছে চিহ্নিত এক জামায়াত নেতা।তিনি আরও বলেন, বিএনপির রাজনীতি ও জনপ্রিয়তাকে ভয় পেয়ে অনেকে ঈর্ষান্বিত হয়ে অনলাইনে নানা কটূক্তি করছে। আমরা সবাইকে শালীন ভাষায় প্রতিবাদ করার আহ্বান জানাই।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন—জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান শম্ভু, সহ-সভাপতি অ্যাডভোকেট এনামুল হক পান্না, ফেরদৌস আজম সুমন, তাজমিলুর ইসলাম বিচিত্র, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সোহাগ, যুগ্ম-সাধারণ সম্পাদক ইমরান হোসেন, মিনহাজুল ইসলাম রিমন, জুম্মান শেখ, রাশেদুল কবির রাশেদ, আরিফুল ইসলাম, বাবুল প্রধান, মিল্লাত হোসেন, সহ-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান প্রিন্স, শফিউল আলম শাফিন, কিশোর হাসান সনি, আনিসুল হক ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ।

এছাড়াও শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, প্রচার সম্পাদক ওয়াসিম রেজাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, বৃহস্পতিবারের এই কর্মসূচি স্মরণকালের অন্যতম বড় বিক্ষোভে পরিণত হয়েছে। সকল ইউনিটের নেতাকর্মীদের প্রাণবন্ত অংশগ্রহণ আবারও প্রমাণ করেছে তাদের সাংগঠনিক শক্তি ও দলের প্রতি নিষ্ঠা।
তিনি আরও বলেন, গত ১৭ বছর ধরে হামলা, মামলা, জেল-জুলুম সহ্য করেও বিএনপি ও অঙ্গসংগঠনের কেউ আদর্শচ্যুত হয়নি। এখন যদি কেউ জিয়াউর রহমান, খালেদা জিয়া বা তারেক রহমানকে নিয়ে কটূক্তি করে, তাহলে তার জবাব রাজপথেই দেওয়া হবে।

শেষে তিনি বলেন, একটি গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে দেশে অশান্তি সৃষ্টি করতে চায়। তাদের এখনই কঠোরভাবে প্রতিরোধ করতে হবে। পাশাপাশি প্রশাসনকে অবশ্যই শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ নিশ্চিত করতে হবে।