বগুড়ায় স্ত্রীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে স্বামীর আত্মহত্যা

বগুড়ার নন্দীগ্রামে স্ত্রীকে ভিডিও কলে রেখে অভিমান করে সাব্বির হোসেন (২৫) নামের এক যুবক ‘আত্মহত্যা’ করেছেন। শুক্রবার (১৮ জুলাই) রাত ১০টার দিকে নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের কৈগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাব্বির হোসেন কৈগাড়ী পশ্চিমপাড়ার নজরুল ইসলামের ছেলে।
স্বজনরা জানান, স্ত্রী যোগাযোগ না রাখায় অভিমানে সাব্বির হোসেন ভিডিও কলে স্ত্রীকে রেখেই আত্মহত্যা করেন।
তারা আরও জানান, কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। এ কারণে তার স্ত্রী রাগ করে নারায়ণগঞ্জে বাবার বাড়িতে চলে যান। সাব্বির একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও স্ত্রী কোনোভাবেই তার সঙ্গে কথা বলতে রাজি হননি।
রাগ ও ক্ষোভের বশে ভিডিও কলে স্ত্রীর সঙ্গে কথা বলার একপর্যায়ে স্ত্রীকে লাইনে রেখেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। বাসার অপর ভাড়াটিয়া সাব্বির হোসেনের শয়নকক্ষে তীরের সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, নন্দীগ্রাম পৌর এলাকার দামগাড়া সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
আপনার মতামত লিখুন