বগুড়ায় হু হু করে বাড়ছে যমুনার পানি, বিপদসীমা ছুঁই ছুঁই

উজান থেকে নেমে আসা ঢল ও ভারত বাংলাদেশে টানা কদিন ধরে বৃষ্টিপাতে হু হু করে বাড়ছে যমুনার পানি। বগুড়া সারিয়াকান্দিতে রোববারের মধ্যে যমুনা নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে এমনটি আশংকা করছেন পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা। অতিবৃষ্টি ও উজান থেকে আসা ঢলে যে কোন সময় বিপদসীমা অতিক্রম করতে পারে।
গত ২৪ ঘন্টায় বগুড়ার সারিয়াকান্দি পয়েন্টে ১৯ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। বগুড়ায় যমুনার পানি বিপদসীমা ১৬ দশমিক ২৫ সেন্টিমিটার। শনিবার সকাল ৯ টায় সারিয়াকান্দি পয়েন্টে যমুনার পানি ছিল ১৫ দশসিক ৭৪ সেন্টিমিটার। শনিবার সকাল ৯ টায় বগুড়ায় যমুনার পানি ৪৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে রোববার-সোমবারের মধ্যে বিপদসীমা অতিক্রম করতে পারে এমনটি জানিয়েছেন পাউবোর প্রোকৌশলী হুমায়ুন কবির। বন্যা আতঙ্কে ভুগছেন যমুনাপাড়ের লোকজন।
বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাজমুল হক জানান, উজানের ভারি বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে বগুড়ায় যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধির এ ধারা অব্যাহত থাকবে এবং আগামী ২/৩ দিনের মধ্যেই পানি বিপৎসীমার কাছাকাছি অথবা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। আমাদের তথ্য অনুযায়ী, এ মাসের শেষের দিকে অথবা সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই বগুড়ায় যমুনা নদীতে বন্যার সম্ভাবনা রয়েছে। ভারতে পানি বৃদ্ধি কমছে আর আমাদের এখানে পানি বৃদ্ধির প্রবনতা দেখা দিয়েছে।
পাউবোর নির্বাহী প্রকৌশলী আরো জানান, বন্যা মোকাবিলায় আমরা প্রন্তুত আছি। তিনি বলেন, এখন যুমনার কিছু কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাধের কোথাও কোন ক্ষতি হয়নি।
আপনার মতামত লিখুন