বগুড়ার ছাত্রদল নেতার বিরুদ্ধে এনসিপি নেতার থানায় অভিযোগ

সিয়াম সাদিক, বগুড়া :
প্রকাশ: ১৩ জুলাই, ২০২৫, ৯:০৪
বগুড়ার ছাত্রদল নেতার বিরুদ্ধে এনসিপি নেতার থানায় অভিযোগ

বগুড়ার ছাত্রদল নেতার বিরুদ্ধে অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে সাধারণ ডায়েরি (জিডি) করেছে এনসিপির শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল সানী।

বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক (দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত) জাকিরুল ইসলাম এর বিরুদ্ধে শনিবার (১২ জুলাই) ঢাকার ওয়ারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

সাধারণ ডায়েরিতে আব্দুল্লাহ আল সানী উল্লেখ করেছেন, ছাত্রদল নেতা জাকিরুল ইসলাম গত ১২ জুলাই রাত আনুমানিক ১২টা ৪২ মিনিটে ‘জুলাই মঞ্চ, বগুড়া জেলা’ নামে একটি ফেসবুক মেসেঞ্জার গ্রুপে আমাকে উদ্দেশ্য করে ছাত্রদল নেতা জাকিরুল ইসলাম অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করেন।

এরপর রাত ৩টার দিকে আব্দুল্লাহ আল সানীর নাম ও পরিচয় ব্যবহার করে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা হয় এবং সেখান থেকে উসকানিমূলক বার্তা ফেসবুকে পোস্ট করা হয়। জিডিতে আরও বলা হয়েছে , গত দুই সপ্তাহ ধরে অভিযুক্ত জাকিরুল ইসলাম ও তার সহযোগীরা ফেসবুকে আব্দুল্লাহ আল সানীর নামে অপপ্রচার চালিয়ে আসছেন বলেও অভিযোগ করা হয়েছে।

অভিযুক্ত ছাত্রদল নেতা জাকিরুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে এ সব অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি সবকিছু সহ উল্লেখ করেছি। ৫ ই আগস্ট এর পর বগুড়া মব সন্ত্রাস তৈরি হয়েছিল সেগুলোতে ডা. সানির ইন্ধনে হয়েছে।

সে বিভিন্ন জায়গায় চাঁদা দাবি করে আসছিল এবং চাঁদা না দিলে তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছে। আমি একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী হিসেবে এর প্রতিবাদ জানাই। যার কারণে সে আমার উপর হিংসা প্রণোদিত হয়ে এমন অভিযোগ করেছে। বিষয়টি আমি জেলা ছাত্রদলের নেতৃবৃন্দদের কি জানিয়েছি।