বরিশালে যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে

ডেস্ক নিউজ
প্রকাশ: ৩ মার্চ, ২০২৫, ৬:১৬
বরিশালে যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে

নিহত সুরুজ গাজী, ছবি সংগৃহীত।

বরিশাল প্রতিনিধি :

বরিশাল শহরের কাউনিয়া হাউজিং এলাকায় ব্যবসা সংক্রান্ত বিরোধে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। হামলাকারীদের ধারালো অস্ত্রের কোপে আহত হয়েছেন যুবদলের আর এক নেতা।

নিহত মো. সুরুজ গাজী (৩৫) কাউনিয়া হাউজিং এলাকার কাঞ্চন গাজীর ছেলে। তিনি বরিশাল সিটি করপোরেশেনর ৩ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। আহত নয়ন গাজী কাউনিয়া হাউজিং এলাকার তসলিম গাজীর ছেলে। তিনিও একই ওয়ার্ডের যুবদলের যুগ্ম আহ্বায়ক।

এ ঘটনায় অভিযুক্ত শাহীন একই ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। জনতা ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। রাত সাড়ে ১০টায় দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, ব্যবসায়িক লেনদেনের জেরে স্থানীয় লোকজনের সাথে প্রথমে ঝগড়া ও পরে কোপাকুপি হয়। এ সময় উভয়কে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয় লোকজন তাঁদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। আহত সুরুজ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত নয়ন চিকিৎসাধীন। তাঁর অবস্থাও আশঙ্কাজনক।

কাউনিয়া থানা পুলিশের ওসি নাজমুল নিশাত বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ হাসপাতালে মর্গে রয়েছে। নিহত ব্যক্তির পরিবারকে অভিযোগ দিতে বলা হয়েছে। যারা জড়িত, তাদের সুনির্দিষ্ট নাম পেলে গ্রেপ্তার করা হবে। ঘটনার পর থেকেই পুলিশ মাঠে রয়েছে।