বাংলাদেশে এখন একটি সুষ্ট নির্বাচন দরকার: আনিসুর রহমান তালুকদার

1 Min Read

বর্তমানে যারা সরকারে আছেন তারা অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছেন দেশের জন্য, দেশের মানুষের ভালোর জন্য, তাদের ব্যস্ততার প্রথমে যেন থাকে বাংলাদেশে একটি সুস্থ নির্বাচন দেয়া। ভোট অধিকার ফিরিয়ে দেওয়া যেন থাকে তাদের প্রধান টার্গেট, বাংলাদেশে এখন একটি গণতান্ত্রিক সরকার দরকার। বাংলাদেশে এখন একটি সুষ্ট নির্বাচন দরকার। সেটা দলের জন্যই না সেটা হবে বাংলাদেশের মঙ্গল বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-গনশিক্ষা সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।

আজ শনিবার সকালে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ হল রুমে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কালকিনি উপজেলা শাখার ত্রিবাসিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল মাদারীপুর জেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউনুস সিকদার, মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট জাফর আলী মিয়া, মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান, কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ব্যাপারী, কালকিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সী, বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মালিকুজ্জামান মালিক, বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ সরদার সহ আন্যান্যরা।

নবনির্বাচিত কমিটির সদস্যরা সব সময় মুক্তিযোদ্ধাদের পাশে থাকবেন বলে ওয়াদা বদ্ধ।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *