বাকেরগঞ্জে আসমা হত্যার ঘটনায় স্বামী ও মেয়েকে গ্রেফতার

রানা সন্যামত, বরিশাল ব্যুরো:
প্রকাশ: ২৬ জুলাই, ২০২৫, ৩:১২
বাকেরগঞ্জে আসমা হত্যার ঘটনায় স্বামী ও মেয়েকে গ্রেফতার

বরিশালের বাকেরগঞ্জে আসমা হত্যার ঘটনায় স্বামী ও সৎ মেয়েকে গ্রেফতার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ। শনিবার (২৬ জুলাই) সকালে বাকেরগঞ্জ থানার পক্ষ থেকে আসমা বেগমের স্বামী আবুল হোসেন (৫৫) ও সৎ মেয়ে সাকিবা (২৫) কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে বাকেরগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক (এস আই) রফিকুল ইসলাম তাদেরকে নারায়ণগঞ্জ থেকে আটক করে বাকেরগঞ্জ থানায় নিয়ে আসে বলে নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

বাকেরগঞ্জ থানা সূত্রে জানা যায়, চলতি বছরের ১৭ জুন (মঙ্গলবার) সন্ধ্যায় উপজেলার কলসকাঠী গ্রামে আসমা বেগম (৫৫) নামে একজন গৃহবধুকে গলা কেটে হত্যা করে অজ্ঞাত দুর্বৃত্তরা। ওইসময় নিহতের স্বামী আবুল হোসেন জানান, তার স্ত্রী মাগরিবের নামাজের পর মোবাইল ফোনে তাকে শেষবারের মতো দেখতে যাওয়ার জন্য অনুরোধ জানালে তিনি বাসায় গিয়ে তার স্ত্রীর রক্তাক্ত লাশ দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তার স্ত্রীকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বড় ছেলে আছিম বিল্লাহ বাদী হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই রফিকুল ইসলাম বলেন, তদন্ত করতে গিয়ে নিহত আসমার স্বামী ও সৎ মেয়ের অসংলগ্ন কথাবার্তা ও প্রাথমিকভাবে হত্যার ঘটনায় সংশ্লিষ্টতা পাওয়ায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

এব্যাপারে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আসমা বেগম হত্যার ঘটনায় তার স্বামী ও সৎ মেয়েকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে প্রাথমিকভাবে তাদের সংশ্লিষ্টতা পাওয়ায় তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।