বাগমারায় ৯০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

By নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

রাজশাহীর বাগমারা উপজেলার মচমইল বাজার এলাকায় একটি মোটরসাইকেলের ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ৯০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) রাজশাহী বিভাগীয় গোয়েন্দা শাখা। মঙ্গলবার (৩ জুন) দুপুর তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মো. কাসেদ আলী (৩২) ও মো. মেনাজুল ইসলাম (২৮)। তাদের বাড়ি যথাক্রমে তেলকুপি ও দিলালপুর এলাকায়।

অভিযান সূত্রে জানা গেছে, ডিএনসির উপপরিচালক মো. জিললুর রহমানের নেতৃত্বে একটি টিম মচমইল চেয়ারম্যান মোড়ে অবস্থান নেয়। এসময় সন্দেহজনকভাবে চলাচলকারী একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আটক করে তল্লাশি চালানো হয়। পরে সিট কভার, সাইড কভার ও ইঞ্জিনের ভেতর থেকে ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে মোট ৯ লিটার তরল মাদক ছিল।

অভিযানে ব্যবহৃত মোটরসাইকেল এবং আসামিদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ডিএনসি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বাগমারায় ৯০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

By নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

রাজশাহীর বাগমারা উপজেলার মচমইল বাজার এলাকায় একটি মোটরসাইকেলের ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ৯০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) রাজশাহী বিভাগীয় গোয়েন্দা শাখা। মঙ্গলবার (৩ জুন) দুপুর তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মো. কাসেদ আলী (৩২) ও মো. মেনাজুল ইসলাম (২৮)। তাদের বাড়ি যথাক্রমে তেলকুপি ও দিলালপুর এলাকায়।

অভিযান সূত্রে জানা গেছে, ডিএনসির উপপরিচালক মো. জিললুর রহমানের নেতৃত্বে একটি টিম মচমইল চেয়ারম্যান মোড়ে অবস্থান নেয়। এসময় সন্দেহজনকভাবে চলাচলকারী একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আটক করে তল্লাশি চালানো হয়। পরে সিট কভার, সাইড কভার ও ইঞ্জিনের ভেতর থেকে ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে মোট ৯ লিটার তরল মাদক ছিল।

অভিযানে ব্যবহৃত মোটরসাইকেল এবং আসামিদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ডিএনসি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *