বাগেরহাটে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক কর্মকর্তাদের পাঁচ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

By বাগেরহাট প্রতিনিধি :

1 Min Read

বাগেরহাটে বেতন-ভাতা প্রদানসহ ৫দফা দাবিতে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক, পরিদর্শক, কর্মচারী কর্মকর্তারা মানববন্ধন করেছেন। শনিবার (১৭ মে) বেলা ১১টায় বাগেরহাট-খুলনা মহাসড়কের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক গনশিক্ষা প্রকল্পের সুপার ভাইজার মোঃ ইব্রাহীম, মো: মাসুম বিল্লাহ, অলিউর রহমান, শিক্ষক মাওলানা বশির উদ্দিন, মোসাম্মাদ দলিরুবা ইয়াসমিন, মবিুল্লাহ শেখ, মাওলানা হাফিজুর রহমান, হাফেজ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

বক্তারা বলেন, শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি প্রাথমিক শিক্ষা গ্রহনে মসজিদ ভিত্তিক গনশিক্ষার গুরুত্ব রয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ এই প্রকল্পের শিক্ষক-কর্মচারী ও কর্মকর্তারা ৫ মাস ধরে বেতন-ভাতা পান না। বিভিন্ন সময় দাবি করেও বেতন ভাতা পাইনি। খেয়ে না খেয়ে দিনাতিপাত করছেন, স্বল্প বেতনভুক্ত এসব শিক্ষক ও কর্মচারী-
কর্মকর্তারা। অতিদ্রুত দাবি মেনে না নিলে আরও কঠোর আন্দোলনের ঘোষনা দেন মানববন্ধন কারীরা।

দাবিগুলো হচ্ছে, ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক গনশিক্ষা (৮ম) পর্যায় প্রকল্পটি দ্রুত অনুমোদন করে ঈদুল আযহার আগে সকল জনবলের ৫ মাসের বেতন-ভাতা ও বোনাস দিতে হবে। প্রকল্পের জনবলকে তাদের পদসহ রাজস্বভুক্ত করতে হবে। সপ্তম পর্যায়ের বিদ্যমান জনবলকে অষ্টম পর্যায় প্রকল্পে স্বয়ংক্রিয় ভাবে স্থানান্তর করতে হবে। কেয়ারটেকারদেরকে স্কেলভুক্ত বেতন প্রদান করতে হবে এবং শিক্ষকদের বেতনভাতা সম্মানজনক হারে বৃদ্ধি করতে হবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *