রাজশাহীর বাঘা উপজেলার সীমান্তবর্তী পদ্মা চরের জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে দুইজন নিহত হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন নিচখানপুর এলাকার মিনহাজ মণ্ডলের ছেলে আমান মণ্ডল (৩৬) ও শুকুর মণ্ডলের ছেলে নাজমুল মণ্ডল (২৬)। আহত হয়েছেন একই এলাকার মুনতাজ মণ্ডল (৩২)ও রাকিব হোসেন (১৮) ।
বিকেল সাড়ে ৪টার দিকে আহতদের বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নিহার চন্দ্র মণ্ডল।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে চরের জমি দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষের আগ্নেয়াস্ত্রের গুলিতে চারজন গুলিবিদ্ধ হন। বেপরোয়া গুলিবর্ষণের কারণে প্রথমে আহতদের উদ্ধার করা সম্ভব হয়নি। পরে গ্রামবাসী ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়।
চিকিৎসক ডা. নিহার চন্দ্র জানান, মুনতাজের শরীরে শতাধিক, রাকিবের শরীরে প্রায় ৮০টি, নাজমুলের শরীরে প্রায় ৩৫টি এবং আমানের শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, হামলায় পিস্তল ও রাবার বুলেট ব্যবহার করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, জমির দখল ও আধিপত্য বিস্তার নিয়ে কুষ্টিয়ার দৌলতপুরের কথিত ‘কাকন বাহিনী’ এই হামলা চালায়।
নিচখানপুরের বেলাল হোসেন বলেন, আমরা চর এলাকায় খড় কাটছিলাম। হঠাৎ কাকন বাহিনীর লোকজন অস্ত্র নিয়ে এসে এলোপাতাড়ি গুলি চালায়। এতে চারজন গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে দুজন পথেই মারা যান।
তাৎক্ষণিকভাবে কাকন বাহিনীর কারও বক্তব্য পাওয়া যায়নি।
বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মণ্ডল জানান, নিহতদের মরদেহ থানায় আনা হয়েছে। মঙ্গলবার ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

