বিবিসি হ্যালো চেকের লোগো উন্মোচন

বিবিসি হ্যালো চেকের নতুন লোগো উন্মোচন করা হয়েছে বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে।
‘বিবিসি হ্যালো চেক’ হলো বিবিসি মিডিয়া অ্যাকশনের নতুন একটি ডিজিটাল উদ্যোগ, যা আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ, জীবন ও জীবিকা, সাইবার অপরাধ, ভুল ও অপতথ্য, পারিবারিক সহিংসতা, বাল্যবিয়ে, স্বাস্থ্য এবং গণমাধ্যম উন্নয়নসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতামূলক কনটেন্ট তৈরি ও প্রচার করছে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিবিসি মিডিয়া অ্যাকশনের কান্ট্রি ডিরেক্টর মো. আল মামুন। তিনি হ্যালো চেকের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং ব্যাখ্যা করেন, কীভাবে এর কনটেন্ট শহর থেকে গ্রাম—সব পর্যায়ের মানুষের জন্য উপকারী হবে।
লোগো উন্মোচন অনুষ্ঠানে দেশের বিভিন্ন উন্নয়ন সংস্থার কর্মকর্তা, বিবিসি মিডিয়া অ্যাকশনের পার্টনার প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি, গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিক এবং সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সাররা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন