বেতাগীতে চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

বরগুনার বেতাগীতে চাঁদাবাজির অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় বিবিচিনি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আদিল সিকদারকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জাহিদ হাসান নামে এক ব্যক্তি বিবিচিনি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হেলাল হোসেন দিনাচ এবং যুবদল নেতা আদিল সিকদারসহ অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন।
সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ শনিবার রাতে অভিযান চালায়। অভিযানে আদিল সিকদারকে গ্রেপ্তার করা সম্ভব হলেও মামলার প্রধান আসামি হেলাল হোসেন দিনাচ পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আদিল সিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২৭ জুলাই) সকালে তাকে আদালতের মাধ্যমে বরগুনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
আপনার মতামত লিখুন