বেতাগীর কাজিরাবাদে চাঁদা না পেয়ে যু্বককে ছুরিকাঘাত

বেতাগী প্রতিনিধি:
বরগুনার বেতাগীতে চাঁদা না পেয়ে যু্বককে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কাজিরাবাদ গ্রামের কৃষক কোয়েল কৃষ্ণ গাইন (৩০) কে চুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে।
গতকাল রাত ৮ টায় কাজিরাবাদ গ্রামের সমীর সিকদার বাড়ির সামনে এই ঘটনা ঘটে। শনিবার দুপুরে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে বেতাগী থানায় মামলা হয়েছে।
বেতাগী থানায় মামলা ও এলাকা সূত্রে জানা গেছে, কাজিরাবাদ গ্রামের নরেন চন্দ্র গাইনের ছেলে কোয়েল কৃষ্ণ গাইনের কাছে একই গ্রামের আব্দুল করিমের ছেলে আবু সালেহ (৩০), আব্দুল হামেদের ছেলে তামিম (২৫) টাকা ধার চায়। এসময় কোয়েল গাইন বলেন, কি কারণে টাকা দিবো ভাই। তখন আবু সালেহ বলেন,’ এলাকায় থাকতে হলে মাঝে মাঝে আমাদের টাকা দিতে হবে। এক পর্যায়ে আবু সালেহ ও তামিম চাঁদা দাবি করেন। উত্তেজিত হয়ে যায়। এসময় কোয়েলকে কিল ঘুষি মারে এবং তার কাছ থেকে নগদ ১ হাজার ৭০০ টাকা ছিনাইয়া নেয়।
টাকা দিতে রাজি না হলে ছুরিকাঘাত করে। গতকাল শুক্রবার রাত ৮ টায় মামলা বাদী শিল্পী রানীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। কোয়েল গাইনের মাসি শিল্পী রানী বলেন, গতকাল শুক্রবার রাত আনুমানিক ৮ টার দিকে এমন ঘটনার পর আমার বোনের ছেলে কোয়েল রক্তাক্ত জখম অবস্থায় বাড়ির সামনে চিৎকার দেয় এবং রক্তাক্তজখম অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসাসেবা প্রদান করা হয়। ঘটনার সাথে জড়িত ২ জনকে আসামী করে আজ শনিবার (৮ মার্চ) দুপুরে বেতাগী থানায় মামলা করা হয়।
এছাড়া মামলার বিবরণ ও এলাকা সূত্রে জানা যায়, মামলার আসামীরা এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন ধরণে অপকর্মের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
সংশ্লিষ্ট কাজিরাবাদ গ্রামের বাসিন্দা সমীর চন্দ্র সিকাদার (৬৩) বলেন, এদের হুমকি ধমকি ও বিভিন্ন ধরণের অত্যাচারে গ্রামের সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। ভয়ে কেউ থানায় অভিযোগ করতেও সাহস পাচ্ছে না।
বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুজ্জামান মনির বলেন, থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সত্যতা যাচাই করে সঠিক তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন