ভবদহ জলাবদ্ধতা নিরসনে সমাধান খুঁজতে যশোরে চীনের বিশেষজ্ঞ দল

যশোরের ভবদহ অঞ্চলের দীর্ঘমেয়াদি জলাবদ্ধতা নিরসনে সম্ভাব্য সমাধান খুঁজতে গণপ্রজাতন্ত্রী চীনের চাংজিয়াং ওয়াটার রিসোর্সেস কমিশনের ছয় সদস্যের একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দল মঙ্গলবার (২৯ জুলাই) যশোর সফর করেছে।
সকালে শহরের সার্কিট হাউজের হলরুমে অনুষ্ঠিত এক সভায় যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী ভবদহ সমস্যার পটভূমি, বর্তমান চিত্র এবং সম্ভাব্য টেকসই সমাধান নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম, পুলিশ সুপার রনক জাহান, পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং চীনা প্রতিনিধি দলের সদস্যরা।
প্রেজেন্টেশন শেষে প্রতিনিধি দলটি অভয়নগরের ভবদহ ২১ ভেন্ট সুইচ গেট এবং কেশবপুরের আগরহাটি-শৈলগাতী ব্রিজ এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভবদহ অঞ্চলের দীর্ঘমেয়াদি জলাবদ্ধতা কৃষি, জনজীবন এবং স্থানীয় অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলছে।
চীনা প্রতিনিধি দলের অভিজ্ঞতা ও পরামর্শ এ সংকট নিরসনে কার্যকর ও টেকসই সমাধানে সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়।
আপনার মতামত লিখুন