ভুয়া ডিবি পুলিশ সেজে প্রতারণা: যশোরে দুই প্রতারক গ্রেফতার

যশোরে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে প্রতারণা ও অর্থ আত্মসাৎকারী সংঘবদ্ধ চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার গভীর রাতে কোতোয়ালি থানার পাঁচবাড়িয়া নতুন উপশহর এলাকা থেকে এই চক্রের সদস্যদের আটক করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, ফিরোজ হোসেন নামের এক ব্যক্তি গত ৬ জুন পারিবারিক দ্বন্দ্বের জেরে কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দিতে যান। থানায় যাওয়ার পূর্বে নিকটবর্তী এক কম্পিউটার দোকানে অভিযোগপত্র টাইপ করানোর সময় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তার অভিযোগপত্র নিয়ে নেয় এবং থানায় অভিযোগ না দিতে পরামর্শ দেয়। ওই ব্যক্তি আশ্বস্ত করে যে, তারা নিজেরাই বিষয়টি দেখবে।
পরবর্তীতে ওই ভুয়া ডিবি সদস্য আরেকজনকে নিয়ে ফিরোজ হোসেনের শ্বশুরবাড়িতে গিয়ে “তদন্ত” চালান। তারা বলেন, ফিরোজ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে অভিযোগ করেছে এবং গ্রেফতার করতে বিশ হাজার টাকা দিয়েছে। তবে প্রতারকরা আবার ফিরোজের বিরুদ্ধেই শ্বশুরবাড়ির লোকজনকে উসকানি দিয়ে এক হাজার টাকা হাতিয়ে নেয়।
ঘটনার পর ভুয়া ডিবি সদস্যদের কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে বিষয়টি যশোর জেলা পুলিশকে জানানো হয়। পুলিশ সুপার রওনক জাহান ঘটনাটির গুরুত্ব অনুধাবন করে দ্রুত তদন্ত ও গ্রেফতারের নির্দেশ দেন।
পরবর্তীতে ডিবি অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই অলক কুমার দে, পিপিএম, এএসআই শামসুজ্জামান ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত টিম বুধবার রাত দেড়টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের সুজা উদ্দিনের ছেলে রবিউল ইসলাম রনি ও একই গ্রামের আব্দুর রবের ছেলে শফিকুল ইসলাম কে গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, দীর্ঘদিন ধরে তারা পুলিশ পরিচয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। এসময় আরও একটি পুরনো ঘটনার রহস্য উন্মোচন হয়।
গত ৫ জুলাই কোতোয়ালি থানাধীন আড়পাড়া এলাকায় রনি ও এক সহযোগী রায়হান পুলিশ পরিচয়ে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশির নামে প্রতারণা করছিল। এলাকাবাসীর সন্দেহ হলে রায়হানকে আটক করে পুলিশে সোপর্দ করে। তবে রনি পালিয়ে যায়। রায়হানের কাছ থেকে একটি চাকু, ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একাধিক মামলা রুজু হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, চক্রটিকে আইনের আওতায় আনতে আরও তদন্ত ও অভিযানের প্রস্তুতি চলছে। এই ধরনের প্রতারক চক্র সম্পর্কে সতর্ক থাকতে জনগণকে আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।
আপনার মতামত লিখুন