ভোট যেন হয় ভয়মুক্ত, ন্যায়নিষ্ঠ, পুলিশকে সতর্ক করলেন প্রধান উপদেষ্টা ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস - ছবি: প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাকে ‘নির্বাচনের নিরপেক্ষতা নিশ্চিতের মূল চাবিকাঠি’ হিসেবে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে তিন দিনব্যাপী ‘পুলিশ সপ্তাহ ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভোটার যেন নির্ভয়ে, নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—সেই পরিবেশ নিশ্চিত করতে হবে।
তিনি মনে করিয়ে দেন, ভোটে পক্ষপাত কিংবা অন্যায় প্রার্থীর জয় নিশ্চিত করার মানেই হচ্ছে ন্যায়ের পরাজয়। তাই পুলিশ বাহিনীকে সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
মনে রাখবেন, কোনো ব্যক্তি যদি অন্যায় বা অনিয়মের মাধ্যমে নির্বাচিত হয়, সেই ব্যক্তির দ্বারা ন্যায় প্রতিষ্ঠা সম্ভব নয়। সুতরাং কারও দ্বারা ব্যবহৃত হবেন না, বলেন ইউনূস।
বর্তমান রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, দেশের স্বপ্ন ও ঐক্য ভাঙার চেষ্টা চালাচ্ছে একটি অশুভ চক্র। সেই চক্রান্ত প্রতিহত করতেই পুলিশের সজাগ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমি আগেও বলেছি, আমরা একটা যুদ্ধাবস্থায় আছি। অশুভ চক্র আমাদের স্বপ্নকে ভেঙে দিতে চেষ্টা করছে। এদের প্রতিহত করতে হবে, — বলেন তিনি।
তিনি আরও বলেন, পরাজিত শক্তি যেন নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য আপনাদের থাকতে হবে সর্বোচ্চ সতর্ক।
জনগণের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার বার্তা দিয়ে পুলিশ বাহিনীর ‘মানুষের বন্ধু’ ইমেজ পুনরুদ্ধারের ওপরও গুরুত্ব আরোপ করেন অধ্যাপক ইউনূস। বলেন, জনগণের সঙ্গে দূরত্ব কমানো না গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা তৈরি হবে না।
তিনি জানান, এবার প্রথমবারের মতো পুলিশ সপ্তাহে ধর্মীয় নেতা, সাংবাদিক ও বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হচ্ছে যা তিনি নিয়মিত ও ধারাবাহিক করার আহ্বান জানান।
সম্প্রতি বিভিন্ন আন্দোলন ও রাজনৈতিক উত্তাপের মধ্যে পুলিশ যেভাবে ধৈর্যের পরিচয় দিয়েছে, তা প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর আমরা অনেক আন্দোলনে মানুষকে রাস্তায় দেখেছি। এসব পরিস্থিতিতে আপনারা ধৈর্য ধরেছেন। আশা করি সামনে আরও বেশি পেশাদারিত্ব দেখাবেন।
ডিসেম্বর ২০২৫ থেকে জুন ২০২৬—এই সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন। তার আগেই পুলিশ বাহিনীকে ‘উচ্চ সতর্কতা’ ও ‘পূর্ণ নিরপেক্ষতা’র বার্তা দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।
আপনার মতামত লিখুন