মঠবাড়িয়ায় সাবেক মেয়র, উপজেলা ও ইউপি চেয়ারম্যারনের বাড়িতে হামলা ও আগুন

ডেস্ক নিউজ
প্রকাশ: ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:১০
মঠবাড়িয়ায় সাবেক মেয়র, উপজেলা ও ইউপি চেয়ারম্যারনের বাড়িতে হামলা ও আগুন

শিবু সাওজাল, মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক মেয়রের বাড়িতে আগুন ও ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা চালিয়েছে মুখোসধারী দুর্বৃত্তরা। বুধবার দিনগত রাত সারে আটটার দিকে পালাক্রমে এ হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

থানা, ফায়ার সার্ভিস সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সারে আটটার দিকে স্থানীয় টিকিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রিপন জমাদ্দারের শহরের নিউমার্কেটস্থ বাসবভনে মুখোশধারী একদল দুর্বৃত্ত ইটপাটেকেল নিক্ষেপ করে ও জানালার কাঁচ ভাংচুর করে।

এসময় স্থানীয় জনতার প্রতিরোধের মুখে হামলাকারীরা পালিয়ে যায়। এর পরে নিউমার্কেট আবাসিক এলাকার যুবলীগের সাবেক সভাপতি শাকিল আহম্মেদ নওরোজের বাসভবনে হামলার চেষ্টা চালালে স্থানীয় জনতার প্রতিরোধের মুখে তা ব্যার্থ হয়। সাবেক উপজেলা চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের ছাত্রলীগের সাবেক সভাপতি বায়েজিদ আহম্মেদ খানের শহরের বহেরাতলা এলাকার বাসভবনে সংঘবন্ধ দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। এসময় স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। এছাড়াও সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সভাপাতি রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌসের কাপুড়িয়া পট্টির এলাকার বাস ভবনে আগুন ধরিয়ে দিলে সাথে সাথে স্থানীয় জনতার প্রতিরোধের মুখে হামলাকারীরা পালিয়ে যায়। এঘটনায় থানায় কোন মামলা হয়নি। টিকিকাটা ইউপি চেয়ারম্যান রিপন জমাদ্দার বর্তমানে জেলা কারাগারে রয়েছেন।

এ ব্যাপারে মঠবাড়িয়া ফায়ার সার্ভিস এর সহকারী স্টেশন অফিসার আবুল কালাম আজাদ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও এলকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনি। তবে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়ায় তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, দুর্বৃত্তদের হামলার সংবাদ পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি স্বাাভাবিক করি। এঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি। বর্তমানে আইনশৃংখলা পরিস্থিতি শান্ত রয়েছে।