মঠবাড়িয়ায় সেনা কর্মকর্তা সেজে প্রতারণা, যুবক আটক

সোহেল হাওলাদার
পিরোজপুরের মঠবাড়িয়ায় সেনাবাহিনীর মেজর এবং ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. সোহেল হাওলাদার (২৭) নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার বকসীর ঘটিচোরা গ্রামে শ্বশুরবাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক সোহেল পটুয়াখালী সদর উপজেলার বাদরপুর গ্রামের আব্দুল বারেক হাওলাদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ মাস আগে সোহেল মঠবাড়িয়ার গুলিশাখালী গ্রামের মৃত সেলিম হাওলাদারের মেয়ে ফারজানা আক্তারকে সেনাবাহিনীর অফিসার পরিচয়ে বিয়ে করেন। সেনাবাহিনীর লোগোযুক্ত মোটরসাইকেল ব্যবহার করে তিনি কখনো ‘মেজর’, আবার কখনো ‘ডিজিএফআই’র কর্মকর্তা পরিচয়ে এলাকায় ঘোরাফেরা করতেন। একইভাবে প্রতারণার মাধ্যমে তিনি বকসীর ঘটিচোরা গ্রামে আরও একটি বিয়ে করেন।
সম্প্রতি সোহেল উপজেলার সবুজ নগর গ্রামের গৃহবধূ হাসি রানী দাসের স্বামী হৃদয় দাসকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি করেন। হাসি রানী প্রথমে ১৫ হাজার টাকা দিলেও পরে সোহেল নানা অজুহাতে টালবাহানা করতে থাকেন। বিষয়টি এলাকায় জানাজানি হলে সন্দেহ দানা বাঁধে, এবং জানা যায় তার পরিচয় ভুয়া।
অভিযোগ পেয়ে হাসি রানী দাস মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ বৃহস্পতিবার সোহেলকে আটক করে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সোহেল সেনাবাহিনী কিংবা ডিজিএফআইয়ের কোনো সদস্য নয় বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয়েছে। মামলা অনুযায়ী তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
স্থানীয়রা জানান, ওই যুবক ভুয়া পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে নানা জায়গায় প্রতারণা করে আসছিলেন।
আপনার মতামত লিখুন