মধ্যরাতে বিলুপ্ত এনবিআর, গঠিত দুই নতুন বিভাগ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১৩ মে, ২০২৫, ৭:০৫
মধ্যরাতে বিলুপ্ত এনবিআর, গঠিত দুই নতুন বিভাগ

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আর নেই। দীর্ঘদিনের এ সংস্থাকে বিলুপ্ত ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। মধ্যরাতে জারি করা একটি অধ্যাদেশের মাধ্যমে এনবিআর ভেঙে গঠন করা হয়েছে দুটি নতুন বিভাগ—রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে কঠোর গোপনীয়তায়।

সোমবার (১২ মে) রাতে জারি হওয়া ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ’-এর মাধ্যমে এ পরিবর্তন কার্যকর হয়। অধ্যাদেশ অনুযায়ী, রাজস্ব নীতি বিভাগ কর আইন প্রয়োগ এবং রাজস্ব আদায়ের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। অন্যদিকে, রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ সরাসরি রাজস্ব সংগ্রহের দায়িত্বে থাকবে।

এই কাঠামোয় প্রশাসনিক পদে প্রশাসন ক্যাডারের পাশাপাশি আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে বিসিএস আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের মতামত উপেক্ষা করেই বহুল আলোচিত এ অধ্যাদেশ জারি করা হয়েছে।

সরকারি পর্যায়ে দীর্ঘদিন ধরে আলোচনার পর এমন রদবদলের ঘটনা দেশের রাজস্ব ব্যবস্থাপনায় বড় ধরনের প্রশাসনিক রূপান্তর হিসেবে দেখা হচ্ছে। অনেক কর কর্মকর্তা আশঙ্কা করছেন, এই পরিবর্তনের ফলে রাজস্ব আদায়ে জবাবদিহিতা ও দক্ষতা প্রভাবিত হতে পারে।